প্রাননাথ শেঠের ছড়ার উৎসবে প্রকাশিত হলো ছড়াৎ টডড়াৎসুতাহাটা থানার অন্তর্গত শিক্ষা নিকেতন আজ ছড়ার উৎসব উদ্বোধন হয়। প্রকাশিত হলো পরানচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সাহিত্যিক কবি প্রাণনাথ শেঠ লেখা ছড়াৎ টড়াৎ উদ্বোধন করলেন কবি…
প্রাননাথ শেঠের ছড়ার উৎসবে প্রকাশিত হলো ছড়াৎ টডড়াৎ
সুতাহাটা থানার অন্তর্গত শিক্ষা নিকেতন আজ ছড়ার উৎসব উদ্বোধন হয়। প্রকাশিত হলো পরানচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সাহিত্যিক কবি প্রাণনাথ শেঠ লেখা ছড়াৎ টড়াৎ উদ্বোধন করলেন কবি সুখেন্দু মজুমদার প্রধান অতিথির আসন অলংকৃত করেন অপূর্ব কুমার কুন্ডু। ছড়ার উৎসবে প্রাণনাথ শেঠ সম্পাদিত দুটি বই প্রকাশিত হয় বিজ্ঞান ও পৃথিবী আশ্চর্য গল্প এবং অচিনপুরের যাত্রী। উৎসব মঞ্চে ছড়া পাঠ আবৃত্তি গান ও নাচের ছন্দে উৎসব মুখরিত হয়েছিল।
No comments