Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত

হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত হলদিয়া উন্নয়ন পরিষদের বোর্ড মিটিংয়ে চারটি কারখানা সম্প্রসারণের জন্য জায়গা দেওয়া এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান জ্যোতির্ময় কর এছাড়াও উপস…

 




হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত 

হলদিয়া উন্নয়ন পরিষদের বোর্ড মিটিংয়ে চারটি কারখানা সম্প্রসারণের জন্য জায়গা দেওয়া এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান জ্যোতির্ময় কর এছাড়াও উপস্থিত ছিলেন  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া বন্দর জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাধন জানা শেখ সুফিয়ানসহ অন্যান্য বোর্ড সদস্যগণ ও হলদিয়া পৌরসভার সি ও জুলফিকার আলী এবং প্রশাসনের আধিকারিক বৃন্দ।   হলদিয়া চারটি কারখানার সম্প্রসারণের জন্য জায়গা দেওয়া হবে। হলদিয়া রিফাইনারি জায়গার জন্য আবেদন করেছিলেন কিন্তু সম্পূর্ণ টাকা না দেওয়ার জন্য তাদেরকে আরো পাঁচ মাসের সময় দেওয়া হলো এছাড়া হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তার উপরে দোকান বাজার হয়ে থাকে বিশেষ করে ক্ষুদিরাম স্কয়ার হলদিয়া মহকুমার হাসপাতালে ঢোকার মুখে  সবজি দোকান থাকে। তার ফলে অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে যাবার সময় যানজটের সৃষ্টি হয়। হলদিয়া পৌরসভা তরফ থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদ কে জায়গা চাওয়া হয়েছিল সেই অনুযায়ী আজকের এই বোর্ড সভায় ২৭ ডিসেমল জায়গা হলদিয়া পৌরসভা কে দেবে হলদিয়া উন্নয়ন পর্ষদের সেই জায়গাতেই ঐ সকল দোকানদাররা বাজার বসবে।

হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে হলদিয়া সংহতি ময়দান হলদিয়া মেলা অনুষ্ঠিত হতো শেষ ২০২১ ২২ সালে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে না হওয়ার জন্যই অনেকের মধ্যেই আলোচনা শুরু হয়েছিল ২০২৪ চলতি বছরে মেলা হবে। কিন্তু আজকের এই বোর্ড সভার মিটিংয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারল না। হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ উভয় উভয়ের উপর দোষারোপ করে কে দায়িত্ব নেবে হলদিয়া মেলা সম্ভবতই এবারও বন্ধ হয়ে যাচ্ছে।

No comments