শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দশ দিনের সময় বেঁধে দিলেন বন্দর কর্তৃপক্ষকে না মানলে ১৭ ই ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষে লাগাতার ধর্মঘট!সারা ভারতের বৃহৎ বন্দরগুলির পাশাপাশি হলদিয়া বন্দরে ডেপুটেশন দিলেন বন্দরের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্…
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দশ দিনের সময় বেঁধে দিলেন বন্দর কর্তৃপক্ষকে না মানলে ১৭ ই ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষে লাগাতার ধর্মঘট!
সারা ভারতের বৃহৎ বন্দরগুলির পাশাপাশি হলদিয়া বন্দরে ডেপুটেশন দিলেন বন্দরের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, আধিকারিকগণ । বৃহস্পতিবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে বকেয়া বোনাস, মেডিকেল বেনিফিট, ২০১৬ সালের পূর্বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের দাবি তুলেছেন আন্দোলনকারীরা । পাশাপাশি বন্দরের চুক্তিভিত্তিক কর্মী ও আধিকারিকদের নতুন বেতনক্রম তারা চালু করার দাবিও জানিয়েছেন । বন্দর কর্মচারীদের সংগঠন সিপি অ্যাণ্ড এস এম ইউ(সি আই টি ইউ), এন ইউ ডব্লিউ ডব্লিউ-আই(আইএনটিটিইউসি), সি পি এস ইউ, এন ইউ ডব্লিউ ডব্লিউ(আই এন টি ইউ সি) এইচ কে পি অ্যাণ্ড ডি এস ইউ, এইচডি সিপিএ এবং সি এইচ পি এফ যৌথভাবে বৃহস্পতিবার এই ডেপুটেশন দিয়েছে ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/IHHb-c3pGq0
বন্দর শ্রমিক নেতা ফণি ভূষণ চক্রবর্তী, বিমান মিস্ত্রি, দেবাশীষ চক্রবর্তী, দেবপ্রসাদ মাইতি, প্রদীপ বিজলী সহ বহু শ্রমিক নেতা এবং কর্মচারী ডেপুটেশনে উপস্থিত ছিলেন । এ বিষয়ে বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস জানিয়েছেন,"বন্দরের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি পেয়েছি । তাদের এই দাবি সনদ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব । ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত দাবির রূপায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে । বাস্তবে তা রূপায়িত না হলে ১৭ ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলন চলবে বলে জানা গিয়েছে ।
No comments