Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ থেকে শুরু হল চতুর্বিংশ নাট্যমেলা

আজ থেকে শুরু হল চতুর্বিংশ নাট্যমেলা
পূর্ব মেদিনীপুর জেলার চতুর্বিংশ নাট্যমেলা আজ ৫ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত কাপাস‌এড়্যা অডিটোরিয়াম, মহিষাদল -এ অনুষ্ঠিত হচ্ছে। আজ ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ এই চত…

 




আজ থেকে শুরু হল চতুর্বিংশ নাট্যমেলা


পূর্ব মেদিনীপুর জেলার চতুর্বিংশ নাট্যমেলা আজ ৫ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত কাপাস‌এড়্যা অডিটোরিয়াম, মহিষাদল -এ অনুষ্ঠিত হচ্ছে। আজ ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ এই চতুর্বিংশ নাট্যমেলার শুভ  সূচনা হল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, মাননীয় রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), মৎস বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; শ্রী তিলক কুমার চক্রবর্তী, মাননীয় বিধায়ক, মহিষাদল বিধানসভা অধিক্ষেত্র;  শ্রী পুর্ণেন্দু কুমার মাজী, মাননীয় জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; শ্রীমতি সুহাসিনী কর, মাননীয়া সহকারী সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রীমতি অপর্ণা ভট্টাচার্য, মাননীয়া কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি; শ্রী সুপ্রভাত চ্যাটার্জী, মাননীয় মহকুমাশাসক, হলদিয়া; মাননীয়া সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি; সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহিষাদল ব্লক সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর, কো-মেন্টর ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  অন্যান্য কর্মাধ্যক্ষগণ এবং পশ্চিমবঙ্গ নাট্য এ্যকাডেমির বিশিষ্ট সদস্যবর্গ ছাড়াও জেলার অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments