ময়নাতে এগারো তম রক্তদান শিবির ময়নার দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের ১১ তম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন হুগলি যুব সংঘের সদস্য শংকর রাউত, বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, আয়না ড…
ময়নাতে এগারো তম রক্তদান শিবির
ময়নার দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের ১১ তম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন হুগলি যুব সংঘের সদস্য শংকর রাউত, বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, আয়না ডিটারজেন্টের কর্ণধার সঞ্জয় পাল, কলাগাছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস। রাধাবল্লভচক সারদাময়ী বিদ্যাপীঠের সহশিক্ষক শ্যামল কুমার জানা,সুপ্রকাশ রায় প্ৰমূখ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/NblbVrZ1vf4
এই রক্তদান শিবিরে ৬৫ জন রক্তদাতা রক্ত দান করেন। প্রত্যেকে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে চারা গাছ তুলে দেওয়া হয়। চারা গাছ দিয়ে সহযোগিতার হাত বাড়ান বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র এবং চন্দন ওঝা । তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয়। সংস্থার কর্ণধার শুভদীপ ভৌমিক বলেন পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এবং ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। সংস্থার অন্যতম সদস্য প্রবীর ভৌমিক,সুরজিৎ ভৌমিক বলেন প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
No comments