Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইএনটি স্পেশালিস্টদের সংগঠন 'দ্য অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখার ৫২তম রাজ্য সম্মেলন

ইএনটি স্পেশালিস্টদের সংগঠন 'দ্য অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখার ৫২তম রাজ্য সম্মেলন
রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে সেন্ট্রাল রেফারিং সিস্টেম চালু করা, রোগীদের নিরাপত্তার দাবি জানালেন চিকিৎসক…

 


ইএনটি স্পেশালিস্টদের সংগঠন 'দ্য অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখার ৫২তম রাজ্য সম্মেলন


রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে সেন্ট্রাল রেফারিং সিস্টেম চালু করা, রোগীদের নিরাপত্তার দাবি জানালেন চিকিৎসকরা। একইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলির বিল-এর ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ জরুরি। ইসিজি, সিটিস্ক্যানের মতো ক্লিনিক্যাল টেস্টের চার্জ বেসরকারি ক্ষেত্রেও নির্ধারিত হওয়া দরকার। রাজ্যের সরকারি বেসরকারি ক্ষেত্রে সর্বত্র ক্লিনিক্যাল চার্জ নির্দিষ্ট হলে রোগীর পরিবার বাড়তি খরচের হাত থেকে বাঁচবেন। চিকিৎসা করতে গিয়ে আর রোগীর পরিবারকে সর্বস্বান্ত হতে হবে না। হলদিয়ায় ইএনটি স্পেশালিস্ট বা নাক, কান, গলার চিকিৎসকদের রাজ্য সম্মেলনে এই দাবি জানালেন চিকিৎসকরা। ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে ইএনটি স্পেশালিস্টদের সংগঠন 'দ্য অ্যাসোসিয়েশন অব অটোল্যারিঙ্গোলজিস্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখার ৫২তম রাজ্য সম্মেলন। ২৯ ডিসেম্বর রবিবার পর্যন্ত চলবে তিনদিনের সম্মেলন। চিকিৎসকরা বলেন, রোগী কোনও হাসপাতালে রেফার হওয়ার আগে জেনে নেওয়া যাবে রেফার হাসপাতালে বেড আছে কি না। তাহলে রোগীকে ঘুরতে হবে না। রোগীর নিরাপত্তা সহ একাধিক দাবির প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, সরকার চাইলেই একাজ করতে পারে। 

সম্মেলনে দাবি দাওয়া, কাজ করতে গিয়ে সমস্যার পাশাপাশি ইএনটি চিকিৎসার নতুন পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। সম্মেলনে নবীন ও প্রবীণ চিকিৎসকরা তাঁদের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে রিসার্চ পেপার পেশ করেছেন। ৫২ তম সম্মেলনের আয়োজক সভাপতি বিধান রায় বলেন, সম্মেলনে সিনিয়র ডাক্তাররা প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে জ্ঞানের আদান প্রদান করেন। ডাক্তারদের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়। তাঁদের রিসার্চ পেপারগুলি পাঠ করে আলোকপাত করা হয়। জুনিয়র ডাক্তারদের জন্য রয়েছে প্রতিযোগিতামূলক কর্মসূচী। তাঁরাও বিভিন্ন রিসার্চ পেপার পেশ করেন এবং পুরস্কার দেওয়া হয়। সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ৫০টি রিসার্চ পেপার পেশ হয়েছে সম্মেলনে। মেজর কেকে ঘোষ পিজি পেপার অ্যাওয়ার্ডের জন্য ৩৬টি রিসার্চ পেপার পেশ হয়েছে সম্মেলনে। রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতাল থেকে দু'শতাধিক ইএনটি চিকিৎসক সম্মেলনে যোগ দিয়েছেন। 

এবারের ইএনটি চিকিৎসকদের রাজ্য সম্মেলনের থিম বা বিষয়বস্তু হল, স্কাল বেসড সার্জারি। অর্থাৎ খুলির ঠিক নিচের অংশে যে রোগ হয় সেখানে অপারেশনের বিষয় নিয়েই আলোচনা হচ্ছে সম্মেলনে। শনিবার সকালে হলদিয়া মেডিকেল কলেজে ক্যাটাগরিক ডিসেকশন অর্থাৎ মৃতদেহের উপর অপারেশন করে স্কাল বপসড সার্জারি সরাসরি দেখান হয় চিকিৎসকদের। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, এখন ইএনটির ক্ষেত্র বেড়েছে মাথার খুলির নিচ অব্দি এবং নিচে বুকের উপর অব্দি। সেজন্য এর নাম হয়েছে ইএনটি এন্ড হেড নেক সার্জারি। সম্মেলনে তাই অপারেশনের নতুন টেকনিক নিয়েও আলোচনা হচ্ছে। নিখুঁত চিকিৎসার জন্য নেভিগেশন সার্জারি, ত্রিমাত্রিক ছবির সাহায্যে রেডিও থেরাপির জন্য স্টিরিও ট্যাকটিক সার্জারি, রোবোটিক সার্জারি নিয়ে চর্চা হয়েছে। নেত্রনালির অপারেশনের জন্য বিশেষ পদ্ধতি বের করেছেন হলদিয়া মেডিকেলের চিকিৎসকরা। সম্মেলনে সেই বিষয়টি নিয়ে চর্চা করেন চিকিৎসকরা। সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, সংগঠনের রাজ্যের পদাধিকারি দ্বৈপায়ন মুখোপাধ্যায়, অমিতাভ রায়চৌধুরি, উৎপল জানা, স্নেহাশিস বর্মন, অজয় খাওয়াস, সর্বভারতীয় নেতা এসকেই আপ্পারাও প্রমুখ।

No comments