বাংলাদেশ,পাকিস্তানের জঙ্গিরা পশ্চিমবাংলার সব ভোটার নন্দীগ্রামের বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান যোগ দিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী কাদাম্ভ গাছে গ্রাম পঞ্চায়েত থেকে ভুও পাসপোর্ট এর জন্য প্রয়োজন জন্ম শংসাপত্র সব থেকে বেশি দেয়া হয…
বাংলাদেশ,পাকিস্তানের জঙ্গিরা পশ্চিমবাংলার সব ভোটার নন্দীগ্রামের বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান যোগ দিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী
কাদাম্ভ গাছে গ্রাম পঞ্চায়েত থেকে ভুও পাসপোর্ট এর জন্য প্রয়োজন জন্ম শংসাপত্র সব থেকে বেশি দেয়া হয়েছে গোয়েন্দার নজরে এই গ্রাম পঞ্চায়েত, এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিরা পশ্চিমবাংলার সব ভোটার, এখানকার পুলিশ গ্রেপ্তার করছে না বাইরের পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করতে, কিছুক্ষণ আগে চন্দন দাস নামে আমাদের এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে তুহিন বিশ্বাস উড়িষ্যা পুলিশ জানে না আমরা অপহরণের মামলা করছি নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের নামে। সেই সঙ্গে নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় যে একাধিক বিজেপি কর্মীর নামে মিথ্যে মামলা দেয়া হয়েছে তা নিয়ে কোর্টে যাওয়ার কথাও তিনি বললেন।
No comments