দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব১৯৪৯ সাল তখন হলদিয়ার নামটি অস্তিত্ব নেই বছর দুয়েক আগে দেশ স্বাধীন হয়েছে ওই সময় যাত্রা শুরু হলদিয়া দুর্গাচক সংলগ্ন বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। বৃহত্তর সুতাহাটা …
দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব
১৯৪৯ সাল তখন হলদিয়ার নামটি অস্তিত্ব নেই বছর দুয়েক আগে দেশ স্বাধীন হয়েছে ওই সময় যাত্রা শুরু হলদিয়া দুর্গাচক সংলগ্ন বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। বৃহত্তর সুতাহাটা বাসুদেবপুর অংশ পরবর্তীকালে হলদিয়া শহরে অন্তর্ভুক্ত হয় বাসুদেবপুর এলাকার গান্ধীজীর স্মৃতি ধন্য ১৯৪৯ সালে ২৯শে ডিসেম্বর এখানে এসেছিলেন তিনি। তার কয়েক বছর পরই স্থানীয় মানুষের উদ্যোগে গড়ে উঠে দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। এবছর 75 পা দিয়েছে ওই স্কুল শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধরে স্কুলের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ম্যাজিক সো ছদ্মবেশ প্রতিযোগিতা যোগব্যায়াম প্রদর্শনী এবং গীতিনাট্য অনুষ্ঠিত হবে, স্কুলের খুদে পড়বারা অভিনয় করবে আলী বাবা ও 40 চোর এবং ক্ষীরের পুতুল। একইসঙ্গে রয়েছে প্রাক্তনে পুনর্মিলন উৎসব রবিবার রয়েছে রক্ষা পদাতিক নাট্যগোষ্ঠীর নাটক যদি এমনও হয়।
No comments