Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছয় বছরের শিশু কন্যার যৌনাঙ্গে হাত দেওয়ার অপরাধে পাঁচ বছর সাশ্রম কারাদণ্ড!

শিশু কন্যাকে যৌন নিগ্রহের অপরাধে ৫ বছর সাশ্রম কারাদণ্ড
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতে চাঞ্চল্যকর রায় দিলেন বিচারক । ৬ বছরে এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অপরাধে পকসো আদালত রায় ঘোষণা করলেন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এব…

 




শিশু কন্যাকে যৌন নিগ্রহের অপরাধে ৫ বছর সাশ্রম কারাদণ্ড


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতে চাঞ্চল্যকর রায় দিলেন বিচারক । ৬ বছরে এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অপরাধে পকসো আদালত রায় ঘোষণা করলেন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও একমাস কারাদণ্ড। হলদিয়া মহকুমার বিশেষ  পকসো আদালতে বিচারক অঞ্জন কুমার সরকার এই রায় ঘোষণা করলেন।

 প্রসঙ্গত জানা যায় ২০২১ সালে ১১ই ডিসেম্বর ভবানীপুর থানায় শিশু কন্যার বাবা অভিযোগ দায়ের করেন। সেই দায় পথ হাদিয়া গ্রামের বাসিন্দা মানস মাঝি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলেন।

অভিযোগ , মানস মাঝি নামে এক খবরের কাগজের হকার সকালে বাড়িতে কাগজ পৌঁছাতে গিয়ে ওই শিশু কন্যার প্যান্ট খুলে তার গোপনাঙ্গে হাত ঢুকিয়ে দেয়। ওই শিশুটি চিৎকার করতে হকার পালিয়ে যায়। ৮ই ডিসেম্বর সকালের ঘটনা ঘটে বাড়ি কাউকে জানালে তাকে খুন করা হবে এমনই হুমকিও দেয়া হয় বাচ্চাটিকে পরে শিশুটি ব্যথা যন্ত্রণা কান্নাকাটি করে দুদিন পর সে মায়ের কাছে ঘটনার কথা জানায় ওই ঘটনায় পুলিশ মানসকে গ্রেফতার করে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন আদালতের সরকারি আইনজীবী টুলু নায়েক। তিনি আরো বলেন অভিযুক্ত মানস হলদিয়া মামলা চলাকালীন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছিল। হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি নির্দেশ দেয় এই মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই ধরনের দৃষ্টান্তমূলক সাজা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে।



No comments