হলদিয়া শিল্প শহরে সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডে দেভোগ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। স্বাস্থ্য কেন্দ্র ঢোকার মুখে ঘাসে ভর্তি পুরো স্বাস্থ্যকেন্দ্র জঙ্গল…
হলদিয়া শিল্প শহরে সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডে দেভোগ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। স্বাস্থ্য কেন্দ্র ঢোকার মুখে ঘাসে ভর্তি পুরো স্বাস্থ্যকেন্দ্র জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
সূত্রে জানা যায় হলদিয়া দেভোগ প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র ছিল দেভোগ গ্রামে বর্তমানে রেনুকা সুগার মিল এর কাছে । হলদিয়া উন্নয়নের সাথে সাথে সুগার মিল হওয়ার জন্য ওই হাসপাতালটি বর্তমানে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে দেভোগ প্রাথমিক হেল্থ সেন্টার নামে অবস্থিত। এই হেলথ সেন্টারে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে মন্ত্রী ডঃ সূর্যকান্ত মিশ্র পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নিরঞ্জন সেহি এবং উপস্থিত ছিলেন সাংসদ লক্ষ্মণ চন্দ্র শেঠ ১৬ই অক্টোবর ২০১৭ সালে ক্ষুদিরামনগরে এই প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রের উন্মোচন হয়েছিল। জানা যায় প্রত্যেকদিন প্রায় শতাধিক রুগী এই উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন। স্বাস্থ্য কেন্দ্রের পুরোটাই জুন ঘাসে ভর্তি হয়ে রয়েছে। প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন পৌর বোর্ড থাকাকালীন তিনি প্রায় ছয় হাজার টাকা বিভিন্ন ফলের গাছ লাগিয়েছিলেন কিন্তু বর্তমানে পৌর প্রশাসক নিয়োগ হয়েছে ২০২২ সালে ৬ সেপ্টেম্বর থেকে বর্তমানে পৌর প্রশাসক হিসেবে রয়েছেন হলদিয়া মহাকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/FEWDwXeaLWw
ওই এলাকার মানুষের দাবি অবিলম্বে এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র বেহাল দশা কাটিয়ে সুন্দর এই স্বাস্থ্যকেন্দ্রকে যাতে হয় তার দৃষ্টি আকর্ষণ করলেন।
No comments