এইচ আর ডি এ র পরিচালনায় ৫ দিন ব্যাপী নেতাজি চ্যালেঞ্জ নক আউট ক্রিকেট প্রতিযোগিতা
দেউল পোতা পূর্ব পল্লী সম্প্রীতি ময়দানে এইচআরডিএ এর পরিচালনায় পাঁচদিনের নেতাজি চ্যালেঞ্জ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ১২ ই ডিসেম্বর বৃহস্…
এইচ আর ডি এ র পরিচালনায় ৫ দিন ব্যাপী নেতাজি চ্যালেঞ্জ নক আউট ক্রিকেট প্রতিযোগিতা
দেউল পোতা পূর্ব পল্লী সম্প্রীতি ময়দানে এইচআরডিএ এর পরিচালনায় পাঁচদিনের নেতাজি চ্যালেঞ্জ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ১২ ই ডিসেম্বর বৃহস্পতিবার তার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ওই এলাকার গ্রামীণ ডাক্তার এবং নার্স দের সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও এলাকার প্রায় 200 জন দুস্থ মানুষদের শাড়ি ও শীতের কম্বল প্রদান করা হয়।
No comments