প্রফুল্লচন্দ্র ঘোষ দিলীপ কুমার পাত্র জন্ম তোমার বাংলাদেশে ধর্ম ছিল হিন্দু রাজনীতিবিদ হয়ে তুমি পেরলে নদী সিন্ধু। স্নাতক থেকে স্নাতকোত্তরে রসায়নে প্রথমডি.এস.সি…
প্রফুল্লচন্দ্র ঘোষ
দিলীপ কুমার পাত্র
জন্ম তোমার বাংলাদেশে
ধর্ম ছিল হিন্দু
রাজনীতিবিদ হয়ে তুমি
পেরলে নদী সিন্ধু।
স্নাতক থেকে স্নাতকোত্তরে
রসায়নে প্রথম
ডি.এস.সি.ডিগ্রী অর্জনেও
বাড়ালে এক কদম।
শিক্ষকতা পেশা ছিল
ভাবনা ছিল ভালো
কত মানুষের দিলে খুলে
হৃদয়ে জ্ঞানের আলো।
ছিলে তুমি স্বাধীনতার
মহান এক সংগ্রামী
প্রথম মুখ্যমন্ত্রীতেও
শুনি তোমার নামই।
একবার নয় দুবার নয়
হোলে তিনটি বার
মুখ্যমন্ত্রী হয়ে বাংলার
নিলে মোদের ভার।
স্বাধীনতার জন্যে তুমি
করলে কারা বরণ
এমন মহান মানুষের
ধরি দুটি চরণ।
কত গ্রন্থ লিখলে তুমি
এই বঙ্গের বুকে
তোমার কৃতিত্বে হয়ে খুশি
সেলাম দিলাম ঠুকে।
বিনম্র শ্রদ্ধা জানাই।
ReplyDelete