বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে ন্যাক ভিজিট
হলদিয়ার (রামপুর) এর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দুই দিনের ন্যাক (NAAC) ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ভিজিট সম্পন্ন হল। এটি হলো একটি স্বশাসিত সংস্থা যা ভারতের উচ্চ শিক…
বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে ন্যাক ভিজিট
হলদিয়ার (রামপুর) এর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দুই দিনের ন্যাক (NAAC) ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ভিজিট সম্পন্ন হল। এটি হলো একটি স্বশাসিত সংস্থা যা ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে শিক্ষার গুণগত মান অনুযায়ী বিচার করা। এর পূর্ণরূপ হল জাতীয় মূল্যায়ন এবং শিক্ষিত কাউন্সিল। সংস্থাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থার মূল ( (ইউজিসি) বর্তমান সাত দফা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে প্রতিষ্ঠানে কে স্বীকৃতি দেয়। হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যাল ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয় ১৮ এবং ১৯শে ডিসেম্বর দুদিনের এই ভিজিটে তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, ঋনালিনী ফ্যাডনাভিস, প্রাক্তন উপাচার্য, সোলাপুর বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্র সিং সুমার, প্রফেসর দোন বিশ্ববিদ্যালয়, ড. রায়গোডা পাটিল প্রাক্তন অধ্যক্ষ, লিঙ্গরাহ কলেজ দুদিনের, এই সফরে তার কলেজের বিভিন্ন দিক পরিদর্শন করেন, কিছুদিনের মধ্যেই এই NAAC ভিজিটের রেজাল্ট জানা যাবে। আজ এক্সটিং সভা কল্যাণ নেকেড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং গভমেন্ট ম্যানেজিং কমিটির চেয়ারম্যান পার্থ বটব্যাল ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/fiOQxfY7BR4
খাম বন্দী ন্যাক ভিজিটের রেজাল্ট কলেজ প্রিন্সিপালের হাতে তুলে দিলেন। একটাই শর্ত যতদিন না পর্যন্ত ন্যাকের উদ্যোগে সমস্ত কলেজে মান উন্নয়নের রেজাল্ট ঘোষণা না হয় ততদিন এই খাম বন্দী ন্যাকের প্রতিনিধিদের রেজাল্ট বাক্সবন্দী থাকবে। একজিসটিং মিটিংয়ে ন্যাকের প্রতিনিধিরা পরিদর্শন করে এবং কলেজের পরিবেশ শিক্ষার মান বিচার করে ভালো লেগেছে বলে সকলের সামনে তুলে ধরেন। ধন্যবাদ জানান স্কুলের প্রিন্সিপাল মানবেন্দ্র সাহু ও কো- অর্ডিনেটর শান্তনু বাসু। জাতীয় সংগীত গেয়ে আজকের এই ন্যাক ভিজিট সমাপ্ত হল।
No comments