Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে হলদিয়ায় মিছিল

উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে হলদিয়াতে মহা মিছিল হলদিয়া দুর্গাচক শিল্পনগরী প্রিয়ংবদা হাউসিং এর পাশেই তৈরি হচ্ছে নতুন রেলের ইয়ার্ড। সেখানেই বিভিন্ন রেলে ইয়ার্ড তৈরি হবে সেখানেই রেলের আশা পণ্যগুলি খালি হবে এবং তার সাথে…

 




উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে হলদিয়াতে মহা মিছিল 

হলদিয়া দুর্গাচক শিল্পনগরী প্রিয়ংবদা হাউসিং এর পাশেই তৈরি হচ্ছে নতুন রেলের ইয়ার্ড। সেখানেই বিভিন্ন রেলে ইয়ার্ড তৈরি হবে সেখানেই রেলের আশা পণ্যগুলি খালি হবে এবং তার সাথে তৈরি হবে গোডাউন।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/sTv3S002cM4

 হলদিয়া বন্দরের এজেন্সি এই কাজ পেয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষদের জানিয়েছিলেন কাজে তাদেরকে লাগাবেন কিন্তু টালবাহানা করছে বলে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই আজ ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রায় পাঁচ শতাধিক যুবক কাজের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেন। নেতৃত্ব দেন ইস্টার্ন রেলওয়ে প্রিয়ংবদা ইয়ার্ড আইএনটিটিইউসি সভাপতি শেখ ফরিয়াদ আলী এবং সম্পাদক মুজিবর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পাদক এবং সভাপতি দুজনেই জানিয়ে দিলেন সুষ্ঠুভাবে যদি এলাকার যুবকদের কাজে না লাগানো হয় তাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।


No comments