১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করল সিপিডিআরএস
আজ ১০ই ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজম (সি পি ডি আর এস )এর তমলুক শাখার উদ্যোগে তমলুক শহ…
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করল সিপিডিআরএস
আজ ১০ই ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজম (সি পি ডি আর এস )এর তমলুক শাখার উদ্যোগে তমলুক শহরের জেলখানার মোড়ে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দেশে-বিদেশে মানবিক অধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে নাগরিক আন্দোলন ও মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আহ্বান জানানো হয়। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের নিন্দা এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা সম্পর্কে বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের তমলুক শাখার সভাপতি ডাক্তার ললিত খাঁড়া। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আশীষ হালদার, প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ুই, অবসরপ্রাপ্ত আধিকারিক সৈয়দ মালেকুজ্জামান, শিক্ষক তপন কুমার জানা, প্রদীপ দাস, শেখ জাফরুল্লাহ প্রমূখ।
সংগঠনের সভাপতি ডাক্তার ললিত কুমার খাঁড়া বলেন, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সভায় আন্তর্জাতিক মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ আমাদের ভারত। সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় সংবিধানে মানুষের স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার মর্যাদা পূর্ণভাবে জীবন ধারণের অধিকার মতামত প্রকাশের অধিকার স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার প্রভৃতি বিষয় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু আমাদের আপামর ভারতবাসী এই সাংবিধানিক অধিকার বাস্তবে কতটুকু ভোগ করতে পারেন ? একই চিত্র আজ বিশ্বের প্রায় সর্বত্র। এরকম এক পরিস্থিতিতে দেশব্যাপী মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে আজ তমলুক শহরের জেলখানা মোড়ে প্রকাশ্য সভা আয়োজন করা হয়। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের নিন্দা করে আমাদের সংগঠন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা অত্যন্ত উদ্বেগের।
No comments