সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী, সব কেন্দ্রেই সিসি ক্যামেরার পর্যবেক্ষণ, ১৫ ডিসেম্বরই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন
নির্দিষ্ট দিন ১৫ ডিসেম্বর হবে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচন। নজিরবিহীনভাবে এই…
সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী, সব কেন্দ্রেই সিসি ক্যামেরার পর্যবেক্ষণ, ১৫ ডিসেম্বরই কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন
নির্দিষ্ট দিন ১৫ ডিসেম্বর হবে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচন। নজিরবিহীনভাবে এই নির্বাচন পর্বে দুটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাকি কেন্দ্রগুলিতে কড়া পাহারায় থাকবে রাজ্য পুলিসের কর্মীরা। সোমবার সর্বোচ্চ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন যে পাঁচটি জায়গায় ভোট কেন্দ্র সরানো হয়েছে, তারও অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, হিংসার আশঙ্কায় কাঁথি-৪ নম্বর আসনের ভোট গ্রহণ কেন্দ্র নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠে এবং এগরা-৮ নম্বর আসনের জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এই দুই ভোট গ্রহণ কেন্দ্র সহ মোট ১৪টি কেন্দ্রের সব ক’টিতে সিসি ক্যামেরায় নজরদারি চালানোর নির্দেশ সর্বোচ্চ আদালত। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এরপরও অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে ভোট বাতিল হবে।
কাঁথির এই কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা ঘিরে যুযুধান জোড়াফুল এবং সিঙ্গল ফুল। তার জেরেই গোটা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে বিজেপি শিবিরকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে তৃণমূল। ৫৬-১৩’র ব্যবধানে ব্যাঙ্কের পরিচালনভার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জোড়াফুল শিবির। একমাত্র নন্দীগ্রাম ছাড়া অন্য কোথাও খাতা খুলতে পারেনি পদ্মপার্টি। এহেন আবর্তে তমলুকের জয়কে পুঁজি করে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনেও নিজেদের বিজয় পতাকা উড্ডীন করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যকে সামনে রেখেই এদিন বিধানসভায় পূর্ব মেদিনীপুর জেলার সাত বিধায়ককে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে কন্টাইতেও জয়যাত্রা অব্যাহত রাখার নিদান দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার কোলাঘাটে বৈঠকে বসছেন ওই সাত বিধায়ক। কলকাতা থেকে সেখানে যাচ্ছেন দুই পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও আশিস চক্রবর্তী।
পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক হল কন্টাই কোঅপারেটিভ। বোর্ড অব ডিরেক্টরর্স গঠনের জন্য আগামী ১৫ ডিসেম্বর এই ব্যাঙ্কের ১০৮ জন ডেলিগেট নির্বাচিত হবে। এই ডেলিগেটরাই ১৫ জন ডিরেক্টর নির্বাচিত করবেন। তাঁদের মধ্যে থেকেই ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। ভোটের দিন এই ব্যাঙ্কের ৮০ হাজার ৪৮০ জন ভোটার দুই মেদিনীপুরের ১৪টি নির্বাচনী কেন্দ্রে তাঁদের অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কাঁথি শহর ও গ্রামীণ এলাকায় রয়েছে ছ’টি ভোটগ্রহণ কেন্দ্র। বাকি আটটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে রামনগর, এগরা, হেঁড়িয়া, হলদিয়া, নন্দকুমার, কোলাঘাটের বাড়বড়িশা এবং মঙ্গলামাড়ো ও বেলদা। পাঁচটি স্পর্শকাতর এলাকায় ভোটগ্রহণ করা হচ্ছে। এসব জায়গায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাটা বড় চ্যালেঞ্জ—ভোটের ১৬দিন আগে এহেন আবেদনের সঙ্গেই জনৈক রবীন্দ্রনাথ ঠাকুর ভোট বন্ধ রাখার আবেদনও জানান সুপ্রিম কোর্টে। সেই আবেদন খারিজ করে নতুন পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রের অনুমোদনের সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী এবং সিসি ক্যামেরার নজরদারি নিয়ে এদিন কড়া নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
No comments