কালী মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছেপূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতি হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোত অঞ্চলের অন্তর্গত দ্বাড়িবেড়িয়া গ্রামে অবস্থিত কালী মন্দির । এই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…
কালী মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতি হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোত অঞ্চলের অন্তর্গত দ্বাড়িবেড়িয়া গ্রামে অবস্থিত কালী মন্দির । এই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে জানা যায় ৯ ই ডিসেম্বর রাত্রিতে প্রত্যেক দিনের মতো মন্দির লাগিয়ে গিয়েছিলেন। সকালে গিয়ে দেখেন আজ মন্দিরে দরজা খোলা, দরজার চাবি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং প্রনামী বাক্স লুট হয়ে বিভিন্ন জায়গায় টাকা ছড়িয়ে পড়ে রয়েছে। মন্দির সূত্রে জানা যায় মায়ের গলা হার, চুরি এবং প্রনামী কয়েক লক্ষ টাকা জিনিস চুরি হয়েছে। এই ঘটনা সুতাহাটা থানার পুলিশ তদন্তে নেমেছেন তবে বিশেষ সূত্রে জানাজায় গত কয়েক মাস আগেই এই মন্দিরে চুরি হয়েছিল। যদিও সেই সময়ে পুলিশের তাৎপরতায় চোরসহ জিনিসপত্র উদ্ধার হয়েছিল। তাহলে কি এবারে সেই সকল চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার হবে শুধু সময়ের অপেক্ষা তবে তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments