Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত পলাশপাই খাল সংস্কারে হাত দিল সেচ দপ্তর

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত পলাশপাই খাল সংস্কারে হাত দিল সেচ দপ্তর        বহু প্রতীক্ষার পর রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ১৯ কিলোমিটার দীর্ঘ পলাশপাই খাল সংস্কারের কাজ শুরু হলো আজ থেকে। খালের ন…

 




অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত পলাশপাই খাল সংস্কারে হাত দিল সেচ দপ্তর

          

        বহু প্রতীক্ষার পর রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ১৯ কিলোমিটার দীর্ঘ পলাশপাই খাল সংস্কারের কাজ শুরু হলো আজ থেকে। খালের নিম্নাংশ জোৎঘনশ্যাম এলাকা থেকে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। খনিজ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলাপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড(ডব্লিউ বি এম ডি টি সি এল)কর্তৃপক্ষ ওয়েস্ট বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনকে ওই খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার দিয়েছে। সেচ দপ্তরের স্কীম অনুসারে ওই খালে জমে থাকা চার কোটি ঘনফুট মাটি/বালি তোলা হবে। এজন্য ঐ অ্যাসোসিয়েশন রাজ্য সরকারকে রয়ালিটি বাবদ ৪ কোটি টাকা দেবে। এজন্য ওয়ার্ক অর্ডারে ঠিকাদারকে এক বছর সময় দেওয়া হয়েছে। সেচ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ছ বছর আগে সেচ দপ্তর প্রায় ৭১ কোটি টাকায় ওই খালটি সংস্কার করেছিল। 

           ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক মাস্টার প্ল্যানের কাজ শুরুর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই পরিপ্রেক্ষিতে গঠিত "জেলা লেভেল মনিটরিং কমিটি"তে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ ওই কমিটিতে পূর্ব মেদিনীপুর জেলারও প্রতিনিধিকে নিতে হবে। সেই আবেদন জানিয়ে ইতিমধ্যে কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

           প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্য সরকারের প্রতিশ্রুতিমত চার বছরে মাস্টার প্ল্যান এর অন্তর্গত সমস্ত কাজগুলি শেষ করার লক্ষ্যে শীলাবতীর নিম্নাংশের ২৩ কিমি,ওল্ড কাঁসাইয়ের ১০ কিমি,কাঁকি ও পলাসপাই নদী এবং শোলাটপা খাল সংস্কারের কাজ হওয়ার কথা। ঘাটাল সার্কিট বাঁধকে শক্তপোক্ত করা সহ নারায়নী ও দুধের বাঁধ এলাকায় দুটি পাম্প হাউস নির্মিত হবে। চন্দ্রেশ্বর খালকে শীলাবতীর সাথে যুক্ত করার জন্য বৈকন্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত কয়েক কিলোমিটার নতুন করে খাল খনন করা হবে। এছাড়াও ঘাটাল মহকুমা এলাকার ৫ টি স্লুইস গেটও পূর্নাঙ্গ সংস্কার করা হবে।   

          নারায়ণ চন্দ্র নায়ক বলেন,কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঘাটাল-ডেবরা-পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ বিধ্বংসী বন্যা কবলিত হয়েছিল।

No comments