Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম মেলা-২০২৪ শুরু হল হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে

ক্ষুদিরাম মেলা-২০২৪ শুরু হল হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে ক্ষুদিরাম জন্ম উৎসব ও ক্ষুদিরাম মেলা-২০২৪ শুরু হল হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে । ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি ও ক্ষুদিরাম মেলা কমিটির আয়োজনে ৩ ডিসেম্বর ম…

 


ক্ষুদিরাম মেলা-২০২৪ শুরু হল হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে

 ক্ষুদিরাম জন্ম উৎসব ও ক্ষুদিরাম মেলা-২০২৪ শুরু হল হলদিয়ার বাসুদেবপুর এইচএফসি মাঠে । ক্ষুদিরাম জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি ও ক্ষুদিরাম মেলা কমিটির আয়োজনে ৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা । এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক । রকমারি শীতবস্ত্র, অন্যান্য পোষাক, মনোহারী পসরা, খাবারের দোকানের পাশাপাশি চক্রদোলা, টয়ট্রেন, ম্যাজিক শো ইত্যাদিতে জমজমাট সেজে উঠেছে মেলা । পাশাপাশি নাচ গান আবৃত্তি ছবি আঁকা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির ইত্যাদি কর্মকান্ডে বিভিন্ন বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । এবার ৩২ তম বর্ষের এই মেলা উদ্বোধন করে জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন," মানুষ শেষ কথা বলে । সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে যেমন, তেমন খেলা মেলা উৎসব অনুষ্ঠানেও আমাদের মূল লক্ষ্য মানুষকে খুশি করা, মানুষের উপকার করা । প্রয়াত স্বপন নস্করের হাত ধরে এই মেলার পথ চলা শুরু । আজকে তিনি না থাকলেও তাঁর দেখানো পথেই আমরা চলছি । হাজার মানুষের মিলন মেলায় আমরা মিশে যেতে পেরেছি । বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আমরা কিছু মানুষের হাতে উপহার তুলে দিতেও পেরেছি । এই মানবিক মূল্যবোধটুকু দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । এটাই আমাদের পরম প্রাপ্তি ।" এদিন মেলার মঞ্চে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল এই মেলার ইতিহাস তুলে ধরেন । এলাকার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে শুধু নয়, মানুষকে নিয়ে চলবার এবং মানুষের সঙ্গে কাজ করার একজন দক্ষ সংগঠক হিসেবে এই মেলার মূল হোতা প্রয়াত স্বপন নস্করের প্রশংসা করেছেন । এদিন মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ান এবং সাধন জানা,হলদিয়া পুরসভার অপর প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র প্রমুখ । মেলায় উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেওয়া হয় । শীতের শুরুতে এলাকার প্রথম বড় মেলা এটি । স্বাভাবিকভাবে মানুষের উৎসাহ ছিল চরমে । আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে বলে জানানো হয়েছে । প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । জানালেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক ও জহর দাস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভানেত্রী মায়া নস্কর।

No comments