হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বসে জঙ্গি হানার মত নাশকতা কাজ করতে পারে সকলকে সচেতন হতে হবে!
হলদিয়া শহরে নাশকতা কাজ রুখতে হলদিয়া উন্নয়ন পরিষদের জায়গায় কাউকে বসতে দেবে না এ ধরনের মন্তব্য করলেন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্য…
হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বসে জঙ্গি হানার মত নাশকতা কাজ করতে পারে সকলকে সচেতন হতে হবে!
হলদিয়া শহরে নাশকতা কাজ রুখতে হলদিয়া উন্নয়ন পরিষদের জায়গায় কাউকে বসতে দেবে না এ ধরনের মন্তব্য করলেন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর তিনি বলেন শনিবার এবং রবিবার ছুটির দিন দুষ্কৃতীরা জায়গা জায়গা দখল করে রাতারাতি ঘর করার চেষ্টা করে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/dMkFTp5yxBw
এলাকার মানুষদের সচেতন হতে হবে। যাতে বাহির থেকে কেউ এসে হলদিয়া উন্নয়ন পরিষদের জায়গায় বসতে না পারে। তার ফলে জঙ্গি হানার মত নাশকতা কাজ হয়ে যেতে পারে। বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে হলদিয়া যেন মিনি ইন্ডিয়ার মত রয়েছে। সেখানে কেউবা কারা হঠাৎ এসে জায়গা দখল করে বসে পড়ে তার ফলেই সমস্যা হতে পারে তাই এলাকার মানুষদের আরো সচেতন হতে হবে। কোন ব্যক্তি হলদিয়া উন্নয়ন পরিষদের জায়গায় বসলে তৎক্ষণাৎ এলাকার মানুষ যাতে খবর দেয় সেদিকে নজর দিতে হবে। হলদিয়া নজরুল উৎসবে ৩৪ তম বর্ষের মিলন উৎসবে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর ভাইস চেয়ারম্যান সাধন জানা হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান, পম্পা প্রধান আব্দুল কাদের শ্রমিক নেতা শেখ নূর হোসেন,এবং চলচ্চিত্রে পরিচালক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শেখ মজাফফর। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী।
No comments