Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সামাজিক দায়বদ্ধ প্রকল্পে তিনটি পুলিশ স্টেশনে সোলার প্রজেক্ট এবং পরিবেশবান্ধব মহিলা পুলিশদের জন্য স্কুটি দেওয়া হল

সামাজিক দায়বদ্ধ প্রকল্পে তিনটি পুলিশ স্টেশনে সোলার প্রজেক্ট এবং পরিবেশবান্ধব মহিলা পুলিশদের জন্য স্কুটি দেওয়া হলহলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার অফিসের সামনেই হলদিয়া পেট্রোল কেমিক্যাল সামাজিক দায়বদ্ধ প্রকল্পে স্কুটি এবং সোলার বিদ…

 


সামাজিক দায়বদ্ধ প্রকল্পে তিনটি পুলিশ স্টেশনে সোলার প্রজেক্ট এবং পরিবেশবান্ধব মহিলা পুলিশদের জন্য স্কুটি দেওয়া হল

হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার অফিসের সামনেই হলদিয়া পেট্রোল কেমিক্যাল সামাজিক দায়বদ্ধ প্রকল্পে স্কুটি এবং সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণে কর্মসূচিটি পালিত হয় তমলুক পুলিশ সুপারের অফিসের সামনেই।

হলদিয়ার তিনটি থানায় সৌর বিদ্যুত প্রকল্প ও মহকুমা উইনার্স টিমের টহলদারি বাইক হস্তান্তর কর্মসূচীর উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। হলদিয়া, মহিষাদল ও নয়াচর দ্বীপের কোস্টাল থানার কাজকর্ম এবার সৌর বিদ্যুতে পরিচালিত হবে। বিদ্যুতে খরচ সাশ্রয় এবং অচিরাচরিত শক্তিতে জোর দিতেই জেলায় প্রথম পাইলট প্রকল্প হিসেবে হলদিয়ার থানাগুলিতে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হচ্ছে। এদিন একইসঙ্গে হলদিয়ার 'উইনার্স টিম'-এর মহিলা পুলিসের হাতে ৪টি ব্যাটারিচালিত বাইকের চাবি তুলে দেওয়া হয়েছে। শিল্পশহর ও লাগোয়া এলাকায় মহিলাদের নিরাপত্তার জন্য এই বাইকে টহল দেবে উইনার্স টিম। এদিন তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিস সুপারের অফিস প্রাঙ্গণে সামাজিক প্রকল্প দু'টির সূচনা হয়।

পুলিস সুপার বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীতে হলদিয়া পেট্রকেম এই দু'টি প্রকল্পে সাহায্য করেছে। বিভিন্ন শিল্প সংস্থাকে সিএসআর স্কীমের মাধ্যমে সামর্থ অনুযায়ী সামাজিক কাজে সাহায্যের জন্য আবেদন করি। এক্ষেত্রে হলদিয়া পেট্রকেম শিল্পাঞ্চলকে দূষণমুক্ত করতে অচিরাচরিত শক্তি ব্যবহার প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে। পুলিস ও পেট্রকেম হলদিয়ায় পরিবেশ সুরক্ষিত রাখতে এই কর্মসূচী নিয়েছে। এই প্রকল্পে তিনটি পুলিস স্টেশনকে সৌর বিদ্যুতের মাধ্যমে চালনা করা হবে। বিশেষ করে নয়াচর দ্বীপে কোনও গ্রিডের বিদ্যুৎ নেই, তার ফলে পুলিসের অসুবিধে হত। এই প্রকল্পের ফলে নয়াচরের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধে হবে। এছাড়া পেট্রকেম কর্তৃপক্ষ চারটি ব্যাটারি বাইক তুলে দিয়েছে যা টহলদারিতে সহায়তা করবে। 

No comments