স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস
স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস। দ্রব্যমূল…
স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস
স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন জাতীয় কংগ্রেস। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ১১ দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার পূর্ণাঙ্গ মূর্তি। মূর্তির আবরণ উন্মোচিত হয়েছিল ১৫ ই আগস্ট ২০১৫ যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্বাধীনতার সংগ্রামী বিরাজ মোহনদাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি মাহমুদ হোসেন। ছিলেন সেই সময় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই মূর্তিতে কাপড় জড়িয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। দেখে সকলেই হতবাক এছাড়াও মূর্তির আশেপাশে আবর্জনা ভর্তি।
এলাকায় শিক্ষক ও চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিহির দাস তিনি বললেন যত শীঘ্র সম্ভব বিকৃত মূর্তি সংস্কার করা হোক , স্বাধীনতা আন্দোলনে মা মাতঙ্গিনী হাজরার স্বাধীনতা আন্দোলনে আকৃষ্ট হয়ে এলাকার মায়েরা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন । পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন খাদ্য কর্মাধ্যক্ষ সামীম আখতার তিনি বলেন রেমাল ঘূর্ণিঝড়ে মূর্তি বিকৃত হয়েছে খুব শীঘ্রই তার কাজ হয়ে যাবে । জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান আগে কাজ আগে করতে হয় । অনেক দিন হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে। মা মাতঙ্গিনী হাজরার বিকৃত মূর্তি ঘূর্ণিঝড়ে হয়ে থাকে তাহলে কেনই বা এতদিন এই কাজ হয়নি। দ্রুত মূর্তি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করলেন সংশ্লিষ্ট প্রশাসনের। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি বললেন ইতিমধ্যে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক নজরে আনা হয়েছে মূর্তিটির নতুন করে তৈরি পাথরের লাগানো হবে এর আগে ফাইবারের মূর্তি ছিল। সেই জন্য নষ্ট হয়েছে পাথরের মূর্তি তৈরি করতে ন্যূনতম দুই থেকে তিন মাস সময় লাগে আমরা যত শীঘ্র সম্ভব নতুন মূর্তি স্থাপন করে দেব পঞ্চাশ সমিতি সকলের সঙ্গে আলোচনা হয়েছে। ডেপুটেশনে আন্দোলনকারী কংগ্রেস নেত্রী মানসী দে শেঠ তিনি জানালেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের মহিলাদের অনুপ্রাণিত করেছিলেন মাতঙ্গিনী হাজরা, তার এই মূর্তি এতদিন কেন সংস্কার করা হয়নি অবিলম্বে এই মূর্তি সংস্কার করা হোক না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো। আজকের এই ডেপুটেশনের উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুদর্শন মান্না, মহিলা নেতৃত্ব কাজল দাস, ব্লক কংগ্রেস সভাপতি শেখ আজাদ আলী ,নেতৃত্ব তাপস উত্থাসিননী, ছিলেন সুকুমার মাইতি, মধুসূদন গুছাইত, আব্দুল লতিফ, উমাশঙ্কর দাস, হারাধন দাস সহ শতাধিক কর্মীবৃন্দ।
No comments