কর্মী নিয়োগে অনিয়ম, নালিশ ডিএম-কে জল প্রকল্পে এক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ করা হল। মহিষাদল ব্লকের গেঁওখালিতে ওই জল প্রকল্পে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির …
কর্মী নিয়োগে অনিয়ম, নালিশ ডিএম-কে
জল প্রকল্পে এক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ করা হল। মহিষাদল ব্লকের গেঁওখালিতে ওই জল প্রকল্পে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস এবং এলাকার নেতা শেখ নাজিমুদ্দিন মোটা টাকার বিনিময়ে ঠিকাদার সংস্থার অধীনে ১২ জনকে নিয়োগ করিয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর একাংশ জেলাশাসকের কাছে এ নিয়ে অভিযোগ করেছেন। যদিও তিলক চক্রবর্তীর দাবি, “রাজ্য সরকারের পোর্টালের মাধ্যমে নিয়োগ হয়েছে। এর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।” আর ওই বেসরকারি ঠিকাদার সংস্থার যাবি, সরকারি নিয়ম মেনে নিয়োগ করেছে। নিয়োগ সম্পর্কে জেলা প্রশাসন যেমন নির্দেশিকা দেবে, সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সংস্থা।
No comments