Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় কংগ্রেসের উদ্যোগে ১১ দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক বিডিও অফিসে ডেপুটেশন

জাতীয় কংগ্রেসের উদ্যোগে ১১ দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক বিডিও অফিসে ডেপুটেশন নৃত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক, আবাস যোজনা ঘর সঠিক মানুষের দেওয়ার দাবি এছাড়াও পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি, এলাকায় জ…

 




জাতীয় কংগ্রেসের উদ্যোগে ১১ দফা দাবি নিয়ে হলদিয়া উন্নয়ন ব্লক বিডিও অফিসে ডেপুটেশন 

নৃত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক, আবাস যোজনা ঘর সঠিক মানুষের দেওয়ার দাবি এছাড়াও পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি, এলাকায় জল নিকাশী সহ ১১ দফা দাবি নিয়ে আজ ১২ই নভেম্বর হলদিয়া উন্নয়ন ব্লক জাতীয় কংগ্রেসের সহযোগিতা জেলা কংগ্রেস সভাপতি নির্দেশে ডেপুটেশন দিলেন জেলা কংগ্রেস কমিটি সদস্য সদস্যবৃন্দ। প্রায় ৬ সদস্যের প্রতিনিধি দল বিডিও অফিসে বিডিওর সঙ্গে প্রায় ১১ দফা দাবি নিয়ে আলোচনা করেন। সূত্রে জানা যায় প্রতিনিধি দলদের আশ্বস্ত করেছেন যে দাবিগুলো রয়েছেন সেই দাবিগুলো নিয়ে তিনি তৎক্ষণা ৎ কাজ শুরু করবেন। তবে আবাস যোজনা ঘরের তালিকা চাওয়া হয়েছিল কিন্তু সেটা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিডিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন জেলা কংগ্রেস কমিটির অন্যতম নেত্রী মানসী দে শেঠ তিনি বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ আজ না বিশ্বাস রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ী নিরব আমাদের রাজ্যে আলু, পিয়াজ উৎপাদন হয় কিন্তু অন্যত্র চলে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা উৎপাদন করছে তারা সঠিক মূল্য পাচ্ছে না কিন্তু সাধারণ মানুষ উচ্চ মূল্যে তাদের জিনিস ক্রয় করতে হচ্ছে।আজকে ডেপুটেশনে উপস্থিত এবং  ব্রজলালচক হাইরোডে পথসভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী শ্রীমতি মানসী দে শেঠ, শ্রমিক নেতা সুদর্শন মান্না, মহিলা নেত্রী শ্রী মতি কাজল দাস, ব্লক কংগ্রেস সভাপতি সেক আজাদ আলি , নেতৃত্ব তাপস উত্থাসিনী।উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, মধুসূদন গুছাইৎ ,আব্দুল লতিফ,উমাশংক্য দাস সহ শতাধিক কর্মী বৃন্দ।

No comments