ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার তিনজন, সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য!পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা একাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফ…
ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার তিনজন, সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য!
পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা একাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) চারটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফ আই আর করেন তমলুক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এরপর উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার ৩ জন। দু'জন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে। ধৃতরা হল সিদ্দিক হোসেন, মোবারক হোসেন, ও আসিরুল হক। পুলিস সূত্রের খবর, মঙ্গলবারই তিনজনকেই ইসলামপুর কোর্টে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুর নিয়ে আসা হবে। পুলিসি তদন্তে জানা গিয়েছে, ধৃতরা মূলত এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সিদ্ধহস্ত। বিষয়টি সম্প্রতি টের পায় পুলিস। তারপরই সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিস, ইসলামপুরের সাইবার ক্রাইম থানা, চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
No comments