নভেম্বর মাস এলেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম প্রাঙ্গণ সেজে উঠে শিশু দিবসকে ঘিরে নানান অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এবছরও দু'দিনের লালমোহন সেন মেমোরিয়াল চ্যারিটেবল সার্ভিসেস…
নভেম্বর মাস এলেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম প্রাঙ্গণ সেজে উঠে শিশু দিবসকে ঘিরে নানান অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এবছরও দু'দিনের লালমোহন সেন মেমোরিয়াল চ্যারিটেবল সার্ভিসেস এবং অন্ত্যোদয় অনাথ আশ্রমের যৌথ উদ্যোগে শিশু দিবসে প্রাক্কালে আশ্রমের ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের সমস্ত আবাসিকদের মধ্যে এদিন ক্রিড়া প্রতিযোগিতা, অংকন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আশ্রমের সমস্ত আবাসিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সফল প্রতিযোগিদের মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। রাতে এক বড়ো মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পাশাপাশি অন্যান্য আবাসিকদের হাতে সান্তনা পুরস্কারও তুলে দেওয়া হয়। আশ্রমের সম্পাদক বলরাম করণ জানিয়েছেন, ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। তবে আশ্রমের আবাসিক ছাত্রছাত্রীরা খুবই খুশি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন সেন মেমোরিয়াল চ্যারিটিবল সার্ভিসের কর্ণধার অনিমেষ সেন, ভাবা এটোমিক সাইন্স রিসার্স ইনস্টিটিউটের সাইন্টিস্ট বিশ্বজিৎ সরকার, আই আই এম এ এর প্রফেসার কুনাল মুখার্জি, এইচএসবিসি এর অফিসার নবনীতা ব্যানার্জি, ওয়েস্ট ইংল্যান্ডের প্রাক্তন মেয়র টিম বোলস প্রমুখ। তবে নাচ, গান, কবিতা আবৃত্তি সহকারে এক সাংস্কৃতিক সন্ধ্যায় সকল আবাসিকেরা একইসঙ্গে মিলিত হল এই অনুষ্ঠানে।
No comments