তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুক্রবার থেকে শুরু হল তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন। গুটি গুটি পায়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলি…
তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুক্রবার থেকে শুরু হল তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন। গুটি গুটি পায়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া প্রাথমিক বিদ্যালয় ২৫ বছরে পদার্পণ করল। তেঁতুলিয়া গ্রামে শিক্ষার উন্নয়নের স্বার্থে এই প্রাথমিক বিদ্যালয়ে জন্য জমিদান করতে এগিয়ে এসেছিলেন স্থানীয় এলাকার গ্রামের বাসিন্দারা। তৎকালীন রাজ্যের মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহার উদ্যোগে একটি একটি স্কুল ঘর তৈরি হয়। ১৯৯৯ সালে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন দেয় তৎকালীন রাজ্য সরকার। এদিন, শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হল। পাশাপাশি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। সেইসঙ্গে জ্ঞানী গুণিজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের তরফে৷ স্কুলের সহ-শিক্ষক শান্তনু নায়ক জানিয়েছেন, "সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে স্কুলের রজত জয়ন্তী বর্ষ।" এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। তিনি জানিয়েছেন, স্কুলের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফে এই স্কুলকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বসহকারে দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, এগরার এসডিপিও দেবীদয়াল কুন্ডু, বরিদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সঙ্গীতা রায়, এগরার কাউন্সিলর শেখ সুরজ আলি, সমাজকর্মী যাদব চন্দ্র বর-সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষার্থী, স্কুল পড়ুয়া ও প্রাক্তনীরা।
No comments