Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে, শুভেন্দুর ওপর ঘেন্নায় আসেনি বোমা ফাটালেন সুফিয়ান

খুনিদের নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন শুভেন্দু,শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে, শুভেন্দুর ওপর ঘেন্নায় আসেনি বোমা ফাটালেন সুফিয়ান
নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা,শহীদ স্মরণ সভাকে ঘিরে কার্যত যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি।১০ই নভেম্ব…

 



খুনিদের নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন শুভেন্দু,শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে, শুভেন্দুর ওপর ঘেন্নায় আসেনি বোমা ফাটালেন সুফিয়ান


নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা,শহীদ স্মরণ সভাকে ঘিরে কার্যত যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি।

১০ই নভেম্বর অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি নন্দীগ্রামে।২০২১ সালের পর থেকেই ১০ ই নভেম্বর ঘিরে তৃণমূল বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহীদ স্মরণ ঘিরে থাকে রাজনৈতিক উত্তেজনা।রবিবার সকাল ১০ টায়  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু জানান, “মুখ্যমন্ত্রীর চরিত্র আপনারা জেনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নন্দীগ্রামের ১১ জন নিখোঁজের জন্য ডেথ সার্টিফিকেট দেওয়ার কোনও উদ্যোগই নেননি। মাস তিনেক আগে আমি নিজে হাইকোর্টে আবেদন করে এই মৃত পরিবারদের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছি ,এখান থেকে সোজা উত্তরবঙ্গে যাব। মানুষ আমার সঙ্গে আছে, আমার দুর্গে কেউ ফাটল ধরাতে পারবে না”। নভেম্বর শেষের দিকে নন্দীগ্রামের গোকুলনগরে একটি বড়সড় ধর্মরক্ষা সমাবেশ হবে। বাংলাদেশ থেকে এই রাজ্যে কি পরিস্থিতি তার সবটাই এই ধর্মরক্ষা সমাবেশে আলোচনা হবে”। অপরদিকে তৃণমূলের শহীদ স্মরণ সভা মঞ্চে দেখা যায়নি কোন রাজ্য স্তরের নেতাকে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বিজেপিকে আক্রমণ করে বলেন যারা শহীদ করল যারা খুনি, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করলেন। শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে। বিজেপির মঞ্চে দেখা যায়নি তৎকালীন ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম মুখ দেবাশীষ দাস,অশোক করণকে। এই নিয়ে বোমা ফাটান সুফিয়ান।বিজেপি নেতা হলেও বিজেপির মঞ্চে না দেখা যাওয়া নিয়ে সুফিয়ান বলেন শুভেন্দু অধিকারীর প্রতি ঘেন্নায় তাদের মঞ্চে দেখা যায়নি। দেবাশীষ দাস অশোক করণ কে পরে আলাদাভাবে মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। পরে দেবাশীষ দাস বলেন বিজেপির তরফ থেকে তারা আমন্ত্রিত ছিলেন না। তাই তারা পরে আলাদাভাবে মাল্যদান করেছেন সাধারণ মানুষ হিসেবে।

No comments