পুকুর থেকে উদ্ধার হল দেহপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত শালুকখালী ৭ নম্বর ওয়ার্ড পোস্ট গোপালচক অভিজিৎ দাস হরফে বাপন বয়স ৩৬ এক ব্যক্তির পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রে জানা যায় সকালে গ্রামবাসীরা দেখ…
পুকুর থেকে উদ্ধার হল দেহ
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত শালুকখালী ৭ নম্বর ওয়ার্ড পোস্ট গোপালচক অভিজিৎ দাস হরফে বাপন বয়স ৩৬ এক ব্যক্তির পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সূত্রে জানা যায় সকালে গ্রামবাসীরা দেখতে পায় পুকুরে একটি দেহ ভাসছে। দেহ চোখে পড়তে সুতাহাটা থানায় খবর দেয়। সুতাহাঠটা থানার আধিকারিকরা শালুকখালি ৭ নম্বর ওয়ার্ড গোপাল চক পুকুর থেকে অভিজিৎ দাস হরফে বাপন দাসের মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments