শুরু হল ময়না রাসযাত্রা ও মেলা শুরু হল ঐতিহ্যবাহী ময়না রাসযাত্রা ও মেলা। ময়নাগড় রাজ পরিবারের কুলদেবতা শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ রাসযাত্রা ও মেলা এবার ৪৬৪বছরে পড়ল। সেই উপলক্ষ্যে এদিন ময়না বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সন্…
শুরু হল ময়না রাসযাত্রা ও মেলা
শুরু হল ঐতিহ্যবাহী ময়না রাসযাত্রা ও মেলা। ময়নাগড় রাজ পরিবারের কুলদেবতা শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ রাসযাত্রা ও মেলা এবার ৪৬৪বছরে পড়ল। সেই উপলক্ষ্যে এদিন ময়না বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় উৎসব মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হয়। রাজ পরিবারের প্রবীণতম সেবাইত প্রণব বাহুবলীন্দ্র মেলার উদ্বোধন করেন। এছাড়াও অনেক অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে শামিল হন। ঐতিহ্য মেনে গত ১৩নভেম্বর থেকে টানা সাতদিন ময়নাগড় রাজ পরিবারের কুলদেবতাকে জলপথে আলোকসজ্জায় সুসজ্জিত নৌকায় রাসমন্দিরে আনা হয়। আবার সন্ধ্যায় রাস মন্দির থেকে মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। আগামী ২০নভেম্বর পর্যন্ত ধর্মীয় প্রথা মেনে শ্রীশ্রী শ্যামসুন্দর জিউকে রাস মন্দিরে আনা হবে। সেখানেই পূজার্চনায় হাজার হাজার মানুষ শামিল হন। রাস উপলক্ষ্যে বিশাল মেলা বসেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ময়না রাসমেলায় শামিল হন। শুক্রবার উদ্বোধনের দিনেও প্রচুর দর্শনার্থী ভিড় করেন। আগামী ১ডিসেম্বর পর্যন্ত রাসমেলা চলবে। আগামী ২২নভেম্বর পর্যন্ত রাসমেলা প্রাঙ্গণে মঞ্চে অনুষ্ঠান হবে
No comments