কাটমানির টাকায় স্কুটি কেনার অভিযোগে নশ্যাত করলো বিজেপির জেলা পরিষদের সদস্যা
গতকাল বালিঘাইতে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির প্রতিকে জেতা জেলা পরিষদের সদস্যা বাঁশরী পন্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জেলা পরিষদের কাজের কাটমান…
কাটমানির টাকায় স্কুটি কেনার অভিযোগে নশ্যাত করলো বিজেপির জেলা পরিষদের সদস্যা
গতকাল বালিঘাইতে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির প্রতিকে জেতা জেলা পরিষদের সদস্যা বাঁশরী পন্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জেলা পরিষদের কাজের কাটমানির টাকায় একটি স্কুটি এনেছেন। সেই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যা ৬ টায় বালিঘাইতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন জেলা পরিষদের সদস্যা বাঁশরী পন্ডিত। তিনি বলেন তার ঐ স্কুটি জেলা কাজের অনেক আগে কেনা। বিধায়ক অন্যের অভিযোগ যাচাই না করে মিথ্যা কথা বলেছেন। পাশাপাশি সাংবাদিকদের সামনে স্কুটি কেনার সমস্ত তথ্য তুলে ধরে বিধায়ককে তীব্র আক্রমণ করেন।
No comments