জঁফুলি শাখা খাল সহ সোয়াদিঘী খাল পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়ে সভা
সোয়াদিঘী খাল সহ জঁফুলি শাখা খালের অবশিষ্টাংশ সেচ দপ্তরের সিডিউল অনুসারে বর্ষার জমা জল বের হওয়ার পরই পূর্ন সংস্কারের বিষয়ে আজ বিকালে জঁফুলি দেশপ্রাণ হাইস্কুলে সোয়াদিঘী …
জঁফুলি শাখা খাল সহ সোয়াদিঘী খাল পূর্ণাঙ্গ সংস্কারের বিষয়ে সভা
সোয়াদিঘী খাল সহ জঁফুলি শাখা খালের অবশিষ্টাংশ সেচ দপ্তরের সিডিউল অনুসারে বর্ষার জমা জল বের হওয়ার পরই পূর্ন সংস্কারের বিষয়ে আজ বিকালে জঁফুলি দেশপ্রাণ হাইস্কুলে সোয়াদিঘী খাল সংস্কার সমিতির জঁফুলি শাখার উদ্যোগে ভুক্তভোগীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজপতি বেরা। সভায় উপস্থিত ছিলেন সমিতির জঁফুলি শাখার সম্পাদক প্রশান্ত সামন্ত,পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভা থেকে উপরোক্ত দাবীতে আন্দোলনের নানা কর্মসূচি নেওয়া হয়।
নারায়ণ চন্দ্র নায়ক,সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সোয়াদিঘী সহ তার শাখা জঁফুলি খালের অবশিষ্টাংশ পূর্ণাঙ্গ সংস্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন,সেচ দপ্তরের সিডিউল অনুসারে পূর্ণাঙ্গ খালের জায়গা চিহ্নিত করে খাল পূর্ণ সংস্কার করতে হবে।
No comments