WEST BENGAL SMALL NEWSPAPER'S EDITORS WELFARE ASSOCIATIONREGD. NO. S/IL. 47313 of 2007-2008 Govt. of West BengalMTTC CampusRegd. Office: 3 Chandigarh, Madhyamgram Bazar, Kolkata -700130West Bengal, Phone: 9831813047,629099209…
WEST BENGAL SMALL NEWSPAPER'S EDITORS WELFARE ASSOCIATION
REGD. NO. S/IL. 47313 of 2007-2008 Govt. of West Bengal
MTTC Campus
Regd. Office: 3 Chandigarh, Madhyamgram Bazar, Kolkata -700130
West Bengal, Phone: 9831813047,6290992096,9749355587
Email: mttc130@gmail.com, mcmuseum130@gmail.com
প্রতি,
সম্পাদক/ সম্পাদিকা দুর্গ মিশ্র হলদিয়া বন্দর
বিষয়: ১৯ তম বার্ষিক রাজ্য সম্মেলন ১৭ ই নভেম্বর ২৪।
সাথী,
ওয়েস্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস এডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান রাজ্য সম্পাদক, যুক্ত চিত্র সাংবাদিকদের একমাত্র নিবন্ধিকৃত সংগঠন। আমাদের সংগঠন জন্ম থেকে জেলার থেকে প্রকাশিত সংবাদ সমূহের কাছে আন্দোলন মুখী সংগঠন হিসাবে পরিচিত। আমাদের সংগঠন বিক্ষিপ্ত ভাবে আন্দোলন থেকে যৌথ আন্দোলনে বিশ্বাসী।
পশ্চিম বঙ্গ থেকে পাঁচ হাজার মত সংবাদ পত্র হিসাবে প্রকাশিত হয়। এর ভেতর রয়েছে দৈনিক, অর্ধ সাপ্তাহিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক।
বয়স্ক সম্পাদক, যুক্ত সাংবাদিকদের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সংহতিতে স্বাধীনতা সংগ্রামী সুধীর কুমার স্মৃতি ভবনে বয়স্ক সম্পাদক, সাংবাদিকদের আশ্রম গড়ে তোলা হয়েছিল। দুঃখের বিষয় লকডাউনের সময় শাসক দলের জমির দালাল, স্থানীয় নেতা ও গুণ্ডাবাহিনীরা দখল করে। প্রথমে এলাকায় প্রচার করা হয় প্রতিষ্ঠাতা চিত্ত রঞ্জন চট্টোপাধ্যায় মারা গেছে। গৃহের যাবতীয় জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।
গ্রাম, আধা শহর, সীমান্তবর্তী এলাকার উন্নয়নের হাতিয়ার হচ্ছে জেলা থেকে প্রকাশিত সংবাদপত্র সমূহ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিমাতৃ সুলভ মনোভবের জন্য মৃত্যুর মুখে। কোভিড এ হারিয়েছি অনেক সাথীদের। লক ডাউনে মৃত্যু ঘটেছে জেলা থেকে প্রকাশিত একাধিক সংবাদপত্র।
আমাদের সমিতির ২১ দফা দাবি দাওয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করেছি। বর্তমান সরকারের কাছে একাধিক বার দাবি সনদ সহ পত্র দিয়েছি। একটির ও প্রাপ্তি সংবাদ পাইনি।
পশ্চিমবঙ্গের গত ও বর্তমান মাননীয় রাজ্য পালের সাথে দাবি দাওয়া নিয়ে মিলিত হয়ে আলোচনা করেছি। আলোচনার পর মাননীয় রাজ্য পালের দপ্তর থেকে আমাদের দাবি পত্রের সমর্থনে সুপারিশ করে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন।
আগামী ১৭ই নভেম্বর শনিবার সকাল ৯.৩০ মি ১৯ তম বার্ষিক রাজ্য সম্মেলন উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে 'মন্তেসরি চিলড্রেনস মিউজিয়াম হলে (এম. মন্তেসরি টিচার্স ট্রেনিং কলেজ, ৩ নং চন্ডিগড়, মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, মোবাইল: 9831813047) অনুষ্ঠিত হবে।
পথ নির্দেশ:
শিয়ালদহ থেকে বনগা, দত্তপুকুর, বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গার ট্রেনে বাজারের দিকে ৩ নং চণ্ডীগড় রোডে কিশলয় স্কুলের নিকট মধ্যমগ্রাম স্টেশনে নেমে মধ্যমগ্রাম
মন্তেসরি টিচার্স ট্রেনিং কলেজ।
প্রতিনিধি ফি: ২০০ টাকা, ১২ই নভেম্বর ২০২৪ এর ভিতর প্রতিনিধিদের নাম, সংবাদপত্রের নাম, পূর্ণ ঠিকানা
মোবাইল নম্বর সহ দুকপি ছবি সহ প্রকাশিত সংবাদপত্রের এক কপি পাঠাতে হবে। সংগঠনের সভ্য চাঁদা ২০০ টাকা, নবিকরণ ফি ১৫০ টাকা, তৎসহ ইংরেজি হরফে নাম, পত্রিকার নাম, ঠিকানা, ইমেল, স্ট্যাম্প সাইজের ছবি।
সম্মেলনে আমাদের দাবি দাবা, সমস্যা, সংগ্রাম মুখী সংগঠন গড়ে তোলা ও আগামী দিনের কর্মসূচী, জেলা কমিটি গঠন প্রমুখ বিষয়।
আপনাদের জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক যেসকল সাথীরা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন, তাদের ছবিসহ সংক্ষিপ্ত জীবনী রাজ্য দপ্তরে ৫ই নভেম্বর ২৪ এর ভেতর জন্য অনুরোধ করা হচ্ছে।
মোঃ নাজির হোসেন সাধারণ সম্পাদক 9749355587
সংগ্রামী অভিনন্দনসহ চিত্ত রঞ্জন চট্টোপাধ্যায় সভাপতি 9831813047
জেলা থেকে প্রকাশিত পত্র পত্রিকার সম্পাদক বন্ধুদের প্রতি আবেদন
ওয়েষ্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস্ এডিটরস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক সাথীদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি প্রকাশ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ই অক্টোবরের ভেতর নিম্নোক্ত তথ্যগুলি পূরণ করে এক কপি পাসপোের্ট সাইজের ছবি, প্রকাশিত এককপি কাগজসহ পাঠাতে হবে।
তথ্য - ১) পত্রিকার নাম (২) সম্পাদকের নাম ও ঠিকানা (৩) পত্রিকার প্রথম প্রকাশের তারিখ, সন (৪) দূরভাষ, মোবাইল নম্বর (৫) পত্রিকার প্রকাশ কাল (৬) সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, পিতা/মাতার নাম, বিশেষ কোন ঘটনা (৭) প্রকাশিত কোন পুস্তক থাকলে নামের তালিকা, সংক্ষিপ্ত জীবনীসহ পেশ করতে হবে। বিস্তারিত বিবরণ ও তথ্য পাঠাবার ঠিকানাঃ- চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, ওয়েষ্ট বেঙ্গল স্মল নিউজ পেপারস্ এডিটরস্ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন।
প্রযত্নে-: এম.টি.টি.সি. ক্যাম্পাস, ৩নং চন্ডীগড়, মধ্যমগ্রাম বাজার,
৭০০ ১৩০, মো- ৯৮৩১৮১৩০৪৭।
No comments