হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা ও শিক্ষিকা মোহিনী খাঁড়া সাহু
১৫ই নভেম্বর বিকালে মহিষাদল পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রাক্তন সদস্যা তথা মহিষাদল "ঘাগরা দেবপ্রসাদ প্রাই…
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা ও শিক্ষিকা মোহিনী খাঁড়া সাহু
১৫ই নভেম্বর বিকালে মহিষাদল পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রাক্তন সদস্যা তথা মহিষাদল "ঘাগরা দেবপ্রসাদ প্রাইমারি বিদ্যালয়ের" প্রাক্তন শিক্ষিকা মোহিনী খাঁড়া সাহু হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর । স্বামীর নাম শম্ভুনাথ সাহু। শম্ভুবাবু মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং অবসরপ্রাপ্ত পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক। বাড়ি মহিষাদল বাজারের পুরাতন বাসস্ট্যান্ডের সন্নিকটে তেরপেক্ষা গ্রামে। প্রয়াতা শিক্ষিকা মোহিনী সাহু ২০০৫ সালে স্কুল থেকে অবসর গ্রহণ করেন। মহিষাদল পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দু'বারের অর্থাৎ ২০১৩ থেকে ১৮ এবং ১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নির্বাচিত সদস্যা ছিলেন।
১৯৬৪ সালে রাজারামপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে তিনি শিক্ষিকার কাজ শুরু করেন। প্রশংসার সঙ্গে দেবপ্রসাদ প্রাইমারি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। স্বামী শম্ভুনাথ সাহু প্রয়াতা সহধর্মিনীকে চোখের জলে সিথিতে সিঁদুর দিয়ে শেষ বিদায় জানান। শিক্ষিকার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা শম্ভুনাথবাবুর বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান।
মৃতদেহে মাল্যদান করেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দীনবন্ধু মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস পন্ডা প্রমুখ।
No comments