পূর্ব মেদিনীপুর জেলার ফুটবল ভলিবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম ব্যক্তিত্ব দীপনারায়ণ জানা বয়স ৬৬ হলদিয়া পরানচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন দ্বীপ নারায়ণ জানা ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ফু…
পূর্ব মেদিনীপুর জেলার ফুটবল ভলিবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম ব্যক্তিত্ব দীপনারায়ণ জানা বয়স ৬৬ হলদিয়া পরানচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষারত্ন দ্বীপ নারায়ণ জানা ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ফুটবল ভলিবল রেফারি হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। আজ সকাল ছটার সময় অমৃতকে পাড়ি দিয়েছেন। পরিবার সূত্রে খবর দীর্ঘ কয়েক মাস ধরেই তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ছিলেন। কিন্তু আজ সকালে তিনি সকলকে ছেড়ে অমৃত লোকে পাড়ি দিয়েছেন।
ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দ্বীপনারায়ণ বাবুর আত্মার চিরশান্তি কামনা করেছেন রেফারি অ্যাসোসিনের অন্যতম সদস্য ত্রিদিব হাজরা, কাবাডি অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলি (পল্টু), সমবেদনা জানিয়েছেন ইন্টারন্যাশনাল ল্যাম্পস ক্লাব ৩ ২২ সি প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মজাফফর। সমবেদনা জানিয়েছেন পরানচক হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ, এবং অগণিত ছাত্র-ছাত্রীবৃন্দ।
No comments