Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫০০০ কোটি টাকা বিনিয়োগ ,হলদিয়ায় হবে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট!

পাঁচ হাজার কোটি টাকার নয়া লগ্নি বাংলায়, হলদিয়ায় হবে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্টহলদিয়া পেট্রোকেমিক্যাল ফেনল প্লান্টের উৎপাদন বাড়াতে লুমাস টেকনোলজি গ্রুপের সঙ্গে লাইসেন্স সংশোধনী চুক্তি স্বাক্ষর করল। বৃহস্পতিবার কলকাতায় দুটি সংস্থ…

 



পাঁচ হাজার কোটি টাকার নয়া লগ্নি বাংলায়, হলদিয়ায় হবে দেশের বৃহত্তম ফেনল প্ল্যান্ট

হলদিয়া পেট্রোকেমিক্যাল ফেনল প্লান্টের উৎপাদন বাড়াতে লুমাস টেকনোলজি গ্রুপের সঙ্গে লাইসেন্স সংশোধনী চুক্তি স্বাক্ষর করল। বৃহস্পতিবার কলকাতায় দুটি সংস্থার শীর্ষ-কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই কাজ হয়েছে। ৫০০০ কোটি টাকার বেশি বিনিয়োগে ভারতের বৃহত্তম এই ফেনল কারখানা গড়ছে হলদিয়া পেট্রো কেমিক্যাল কর্তৃপক্ষ। হলদিয়ার বর্তমান কারখানার পাশেই এই কারখানা গড়ে উঠছে। বছরে ৩০০ কিলো টন ফেনল উৎপাদনের ক্ষমতা বাড়িয়ে তা করা হচ্ছে ৩৪৫ কিলো টন। বছরে ১৮৫ কিলো টন অ্যাসেটোন উৎপাদিত হওয়ার পাশাপাশি কিউমিন উৎপাদিত হবে হলদিয়ার এই নতুন কারখানায়। প্লাস্টিক শিল্পের পাশাপাশি পেইন্টস


এবং কসমেটিকস উৎপাদনের ক্ষেত্রে নতুন এই কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে। বছরে ৭,০০,০০০ টন পলিইথিলিন উৎপাদন করে হলদিয়া পেট্রো কেমিক্যালস।এইচএম এইচডিপিই ফিল্ম, এইচডিপিই পাইপ, এইচডিপিই ব্লো মোল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, ফুড কেমিক্যালস, এলপিজি পিউরিফায়ার, ইত্যাদি উৎপাদন আন্তর্জাতিক বাজারে এইচপিএলের জনপ্রিয়তা বাড়িয়েছে। উন্নত গুণমান বজায় রাখার কারণে বিশ্ব বাজারে তাদের চাহিদা দিনের পর দিন বাড়ছে। সেই সুবাদে ২০২২-২৩ অর্থবর্ষে ৯৯৯ কোটি টাকা রেভিনিউ সংগ্রহ করেছে এইচপিএল কর্তৃপক্ষ। ব্যবসায়িক ক্ষেত্রে এটি একটি চমকপ্রদ

সাফল্য। এবার সেই কেমিক্যাল সেক্টরে ফেনল এবং অ্যাসেটোন, কিউমিন উৎপাদন নতুন সংযোজন। গত দু'দশকে রাজ্যে রাসায়নিক শিল্পে এটি একটি বৃহত্তম লগ্নি ঘটছে হলদিয়ায়। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক শিল্পে বিভিন্ন উৎপাদনের চাহিদা বেড়েছে। সেই চাহিদা পূরণে নতুন পদক্ষেপ করছে দেশের এই বৃহত্তম শিল্প সংস্থাটি। সংস্থার ডিরেক্টর, সিইও নবনীত নারায়ণ জানিয়েছেন, "হলদিয়া পেট্রো কেমিক্যাল সে নতুন কারখানা স্থাপনে লুমাস টেকনোলজির সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওদেরকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সমৃদ্ধ হতে পেরেছি। আমরা খুশি।" পাশাপাশি লুমাস্ট টেকনোলজির পলিমার্স অ্যান্ড পেট্রোকেমিক্যালের চিফ বিজনেস অফিসার রোমাইন

লেমোইন জানান, "হলদিয়া পেট্রো কেমিক্যালস কর্তৃপক্ষ আমাদেরকে কাজের সুযোগ দিয়েছে। সেজন্য আমরা গর্বিত। বিশ্ব বাজারের চাহিদা মতো আমরা তাদের প্রযুক্তিগত সহায়তা করতে পারব।" বাঙালি শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের হাত ধরে হলদিয়ায় গড়ে উঠেছিল হলদিয়া পেট্রো কেমিক্যাল কারখানা। বর্তমান সেই কারখানার সাফল্য বিশ্ব বাণিজ্য মানচিত্রে হলদিয়ার নাম উজ্জ্বল করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে কারখানা নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর মানুষের কর্মসংস্থান ঘটবে। শিল্প সম্ভাবনাময় হলদিয়ায় এমন নতুন বিনিয়োগ বার্তায় খুশি স্থানীয় মানুষ।

No comments