৩২ তম বর্ষের ক্ষুদিরাম মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হলো শিল্প শহরে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় ৩২ তম বর্ষের পদার্পণ করলো সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন থেকে শুরু হবে। এই মেলা প্রয়াত স্বপন নস্করে…
৩২ তম বর্ষের ক্ষুদিরাম মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হলো
শিল্প শহরে ক্ষুদিরাম মেলা দেখতে দেখতে প্রায় ৩২ তম বর্ষের পদার্পণ করলো সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন থেকে শুরু হবে। এই মেলা প্রয়াত স্বপন নস্করের হাত ধরে দীর্ঘ ৩১ বছর চলে আসছিল কিন্তু গত বছর মেলা চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। সেই মেলা পরিচালন করবে কে সে নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে চলেছিল মেলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে। আজ ১০ ই নভেম্বর রবিবার কমিটির সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে সভা আলোচিত হয় প্রস্তুতির সভায় সভ্যসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয় এবারে মেলায় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন স্বপন দাস ( জহর) এবং অমিত প্রামানিক। মেলা কমিটির সভাপতি নির্বাচিত হলেন শ্রীমত্যা মায়া নস্কর।
শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। ৩ রা ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ক্ষুদিরাম মেলা। মেলার বিশেষ আকর্ষণ বইমেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাহিত্য বিজ্ঞান ও মনোগ্য সংস্কৃতি অনুষ্ঠান।
No comments