Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন বিড়াল এবং তিলকাছিম ধরার দায়ে গ্রেপ্তার ১

বন বিড়াল এবং তিলকাছিম ধরার দায়ে গ্রেপ্তার ১

জঙ্গল ক্যাট (বন বিড়াল বা কটাস) এবং তিল কাছিম ধরার দায়ে চন্দ্র কিসু নামে এক যুবককে গ্রেফতার করল বন দপ্তরের হলদিয়া রেঞ্জ । শনিবার দুপুরে হাউর স্টেশন লাগোয়া আলু গ্রাম থেকে ওই ব্যক্তিক…

 



বন বিড়াল এবং তিলকাছিম ধরার দায়ে গ্রেপ্তার ১



জঙ্গল ক্যাট (বন বিড়াল বা কটাস) এবং তিল কাছিম ধরার দায়ে চন্দ্র কিসু নামে এক যুবককে গ্রেফতার করল বন দপ্তরের হলদিয়া রেঞ্জ । শনিবার দুপুরে হাউর স্টেশন লাগোয়া আলু গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তার বাড়ি থেকে একটি বন বিড়াল এবং একটি তিল কাছিম উদ্ধার করেছেন বনকর্মীরা । জানা গিয়েছে, বাড়ির পাশে জঙ্গল থেকে খাওয়ার উদ্দেশ্যেই চন্দ্র এই দুটি বন্যপ্রাণ ফাঁদ পেতে শিকার করেন । তার সেই ঘটনা স্থানীয় প্রতিবেশীরা জানতেন । গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের হলদিয়া রেঞ্জের অফিসার অতুলপ্রসাদ দে দলবল নিয়ে  দুপুরেই হাউরের আলু গ্রামে পৌঁছে যান । তারপর অভিযুক্ত যুবকের বাড়িতে পৌঁছে দুটি বন্যপ্রাণকে উদ্ধার করেন তারা । হলদিয়া রেঞ্জ অফিসার জানিয়েছেন,"আমরা সারা বছর ধরে বন্যপ্রাণ শিকার, হত্যা করা অপরাধ  । সেই প্রচার চালিয়ে আসছি আমরা  । সফল হয়েছি বহুলাংশে । তারপরে এমন ঘটনা বরদাস্ত করা যায় না । অভিযুক্ত যুবককে আমরা গ্রেপ্তার করেছি  । উদ্ধার করেছি দুটি বন্যপ্রাণ ।" চলতি অর্থ বর্ষে এর আগে সুতাহাটার হোড়খালি থেকে ৯টি কাঠবিড়ালি এবং নিম তরীর এক হোটেল থেকে ২২ টি কচ্ছপ উদ্ধার করেছেন হলদিয়া রেঞ্জের বন কর্মীরা । তারপর হাউরের আলু গ্রাম থেকে উদ্ধার হল এই দুটি বন্যপ্রাণ । পূর্ব মেদিনীপুর জেলা ডিভিশনাল ফরেস্ট অফিসার সত্যজিৎ রায় জানিয়েছেন ,"আমরা নিয়ম করে প্রতিবছর বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যপ্রাণ শিকার সংরক্ষণ কোনটাই করা সম্ভব নয় বলে প্রচার করি । বনপ্রাণ আইন ভাঙ্গলে কি ক্ষতি হতে পারে, তেমন সচেতনতার বার্তাও দেওয়া হয় । তারপরে এই ঘটনা দুর্ভাগ্যজনক । আমরা ওই সমস্ত এলাকায় আরো প্রচারে জোর দিচ্ছি ।

No comments