মহিষাদল ব্লক নাটসাল১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন ও সম্বর্ধনা সভা
মহিষাদল ব্লক নাটসাল ১ নং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাটসাল হাইস্কুলে ১০ই নভেম্বর বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় । এখানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় বিধায়ক…
মহিষাদল ব্লক নাটসাল১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন ও সম্বর্ধনা সভা
মহিষাদল ব্লক নাটসাল ১ নং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাটসাল হাইস্কুলে ১০ই নভেম্বর বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় । এখানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী , ছিলেন স্থানীয় অঞ্চল প্রধান শিবপ্রসাদ বেরা। তিলক বাবু দুর্গা পুজোয় রাজ্য সরকারের সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন,"পুজো ঘিরে বহু মানুষের রুটি রুজির সংস্থান ঘটে । প্যান্ডেলওয়ালা থেকে প্রতিমা শিল্পী, বস্ত্র শিল্প, ঢাকি থেকে মাইক সমস্ত ক্ষেত্রে মানুষের হাতে পয়সা আসার সুযোগ ঘটে । এই পুজো আজ বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে । পূজো নির্ভর অর্থনীতি চাঙ্গা করতে মুখ্যমন্ত্রী সহযোগিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ । পুজো ঘিরে মানুষের মিলন মেলা তৈরি হয় । আমরা মানুষকে সঙ্গে নিয়ে শুধু নয়, মানুষের আপদে-বিপদে সুখে দুঃখে সঙ্গে থেকে চলতে ভালোবাসি । আমাদের সাংগঠনিক আদর্শ সেটাই । দলীয় কর্মীদের সেই পথ মেনে চলার অনুরোধ করবো ।" এদিন উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন। আত্মসমালোচনা করার জন্য বললেন স্বাধীনতা সংগ্রামের মাটি মহিষাদল সেই মহিষাদলেই বারে বারে তৃণমূল কংগ্রেস বুথে ভালো ফল করেছে।গত লোকসভা নির্বাচনে বুথে খারাপ ফল করার পর্যালোচনা করার জন্য দলের কর্মীদের সমালোচনা এবং আত্মসমালোচনা করার অনুরোধ জানালেন।
No comments