ভিন্নরাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ৭বিহারে কাজের সন্ধানে গিয়ে বাস দুর্ঘটনায় হলদিয়া তিন যাত্রীর মৃত্যু হয়েছে মানসী দেবনাথ বয়স ৩১ নামে এক মৃত মহিলার বাড়ি হলদিয়া হাতিবেড়্যা গ্রামে। অপর দুই মৃত বৃহস্পতি মান্না বয়স …
ভিন্নরাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ৭
বিহারে কাজের সন্ধানে গিয়ে বাস দুর্ঘটনায় হলদিয়া তিন যাত্রীর মৃত্যু হয়েছে মানসী দেবনাথ বয়স ৩১ নামে এক মৃত মহিলার বাড়ি হলদিয়া হাতিবেড়্যা গ্রামে। অপর দুই মৃত বৃহস্পতি মান্না বয়স ২৭ এবং দেবশ্রী মান্না বয়স ২৪ তারা স্বামী-স্ত্রী বাড়ি সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বাড়মোহনপুর গ্রামে বাড়ি।
সূত্রে জানা যায় কলিকাতা এক টুরিস্ট বাসের চেপে বুধবার তারা কাজের সন্ধানে হলদিয়ার এক নিত্য গোষ্ঠীর সঙ্গে বেরিয়ে পড়েছিলেন। সেই দিন বাসটি বিহারে হাজারীবাগে জিটি রোডে বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে জখম হয় ২৪ জন বাসযাত্রী সাতজন বাস যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । মৃতদের মধ্যে তিনজন হলদিয়া বলে পুলিশ জানিয়েছেন রবিবার তিনটি মৃতদেহ হলদিয়ায় পৌঁছায় শোকের ছায়া এলাকায় জানা গিয়েছে বাসটির গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশি ছিল চলছিল। বেপরোয়া ভাবে বাস চালায় ড্রাইভার যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেখান থেকে কয়েকজন হলদিয়ায় জখম অবস্থায় নিয়ে আসা হয় হলদিয়া মহকুমার হাসপাতালে। তিনজনকে ভর্তি করা হয় একজনের অবস্থা খুবই সংকটজনক তাই জন্য তাকে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজন হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি ছিল বিশেষ সূত্রে জানা যায় আজ একজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। হলদিয়ার নিত্যগোষ্ঠীর সঙ্গে কাজের সন্ধানে ১৫ দিনের চুক্তিতে কাজ করতে গিয়ে মৃত্যু হল তিনজনের। নৃত্যশিল্পী কয়েকজন আহত হয় এখনো তমলুক হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছে এবং দুর্গাচক হলদিয়া মহকুমার হাসপাতালে একজন ভর্তি রয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়। দুর্ঘটনায় যারা মৃত তাদের যথাযথ ক্ষতিপূরণের দাবি করলেন হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল।
No comments