জন্মদিনের অনুষ্ঠানে ছাদ থেকে পড়েগেল এক যুবক
হলদিয়া থানার অন্তর্গত টাউনশিপ মাখন বাবুর বাজার হোটেল রয়েল পার্কে চারতলায় কয়েকজন বন্ধু বান্ধব মিলে বার্থ ডে পার্টি করছিল সেই সময় একজন চারতলা থেকে পড়ে যায় কৌশিক বৈরাগী বয়স আনুমানি…
জন্মদিনের অনুষ্ঠানে ছাদ থেকে পড়েগেল এক যুবক
হলদিয়া থানার অন্তর্গত টাউনশিপ মাখন বাবুর বাজার হোটেল রয়েল পার্কে চারতলায় কয়েকজন বন্ধু বান্ধব মিলে বার্থ ডে পার্টি করছিল সেই সময় একজন চারতলা থেকে পড়ে যায় কৌশিক বৈরাগী বয়স আনুমানিক 34 , বাড়ি -24 পরগনা , বারুইপুরে (টাউনশিপে স্পেনসার্স নামক একটি শপিং মলে কাজ করত),অন্যান্য বন্ধু বান্ধব হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন, খবর পেয়ে হলদিয়া থানার পুলিশ সরজমিনে পৌঁছে কি কারনে এই ঘটনা খতিয়ে দেখছেন, পাওয়া খবর অনুযায়ী চারতলায় ঐ হোটেলে জানালায় কোনো গ্ৰিল দিয়ে ঘিরা ছিল না,প্লেন পর্দা ও জানালার পাল্লা ছিল, ঘটনা সময় জানালার পাল্লা খোলা ছিল , বার্থ ডে পার্টির ভিডিও করার সময় ছেলেটি ভুল বশত জানালার পাশে চলে যায় দেওয়াল ভেবে ঠেক দিতে গিয়ে বিপত্তি ঘটে।
No comments