মহিষাদলে সমবায় ভোটে বিজেপির বিপুল জয়পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা কেন্দ্রের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচনে মোট ৫২ টি আসনে ভোট হয়। ৫২ টির মধ্যে ৩৬ টিতে জয়ী বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী ১৬ টি আসনে। টাই হয়েছিল …
মহিষাদলে সমবায় ভোটে বিজেপির বিপুল জয়
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভা কেন্দ্রের মহিষাদলের ঝাউপাথরা সমবায় সমিতির নির্বাচনে মোট ৫২ টি আসনে ভোট হয়। ৫২ টির মধ্যে ৩৬ টিতে জয়ী বিজেপি প্রার্থীরা। তৃণমূল জয়ী ১৬ টি আসনে। টাই হয়েছিল একটি আসন। সেই টাই আসনেও জয় পেয়েছে বিজেপি। এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে দখলে ছিল শাসক দলের। বিধানসভার শাসক দলের দখলে গ্রাম পঞ্চায়েত ও শাসক দলের দখলে তবে এই সমবায় সমিতি হাতছাড়া হলো শাসক দলে।
এই প্রথম এই সমবায়ের ক্ষমতা দখল করলো বিজেপি।
জয়ের আনন্দে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরা গেরুয়া আবির উড়িয়ে মিষ্টি মুখের মাধ্যমে।
No comments