হলদিয়া গুরুদোয়ারে সাড়ম্বরে পালিত হলো গুরুনানকের ৫৫৫ তম জন্মবার্ষিকী ধর্ম যার যার উৎসব সবার , তাই গুরু নানকের ৫৫৫ তম জন্মদিন উপলক্ষে আজ হলদিয়া গুরুদোয়ারে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা প্রাঃ…
হলদিয়া গুরুদোয়ারে সাড়ম্বরে পালিত হলো গুরুনানকের ৫৫৫ তম জন্মবার্ষিকী
ধর্ম যার যার উৎসব সবার , তাই গুরু নানকের ৫৫৫ তম জন্মদিন উপলক্ষে আজ হলদিয়া গুরুদোয়ারে বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা প্রাঃ মন্ত্রী অধ্যাপক জ্যোতিময় কর,ময়নার রাজা সিদ্ধার্থ বাহুবলিন্দ্র বিশিষ্ট সমাজসেবী তথা ভবণীপুর উত্তর পল্লী গ্রাম কমিটির সভাপতি অর্নব দেবনাথ,এছাড়াও উপস্থত ছিলেন বিশিষ্ট সমাজসেবীবৃন্দ সানাউল্লা খান,সেক সাইফুদ্দিন,পাপ্পু সিং,গুরুপিত সিং,সেক আবুজার গফ্ফরী,সেক রফিকুল হাসান,যিনি ঐ দরবারের প্রধান পরিচালক হারবিন্দর সিং।উক্ত গুরুদোয়ারে এই অনুষ্ঠান প্রায় তিন দিন ২২,২৩,২৪ শে নভেম্বর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচী ও পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
No comments