Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাসের শেষ রবিবারের বালুঘাটা পিকনিক স্পট জমজমাট

মাসের শেষ রবিবারের বালুঘাটা পিকনিক স্পট জমজমাট
বাঙালি উৎসব মুখর দিনগুলি আনন্দে কাটাতে চায় ইংরেজি নববর্ষ আসন্ন বর্ষ শেষ এবং বর্ষবরণ কে কেন্দ্র করে শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় পিকনিক স্পট গুলি ভরে উঠে জমজমাট। মহিষাদল গেঁওয…

 


 মাসের শেষ রবিবারের বালুঘাটা পিকনিক স্পট জমজমাট


বাঙালি উৎসব মুখর দিনগুলি আনন্দে কাটাতে চায় ইংরেজি নববর্ষ আসন্ন বর্ষ শেষ এবং বর্ষবরণ কে কেন্দ্র করে শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় পিকনিক স্পট গুলি ভরে উঠে জমজমাট। মহিষাদল গেঁওয়াখালি এছাড়া হলদিয়া বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট হলদিয়া টাউনশিপ বিভিন্ন জায়গায় পিকনিকের জন্য ভিন রাজ্যের মানুষ চলে আসেন এই জায়গায় পিকনিক বা চড়ুই ভাতি করার জন্য।

বর্ষ শেষের এখনো অনেক বাকি ঠান্ডা হালকা পড়েছে আর তারই মধ্যে বাঙালি উৎসবমুখর এর মত রবিবারের পিকনিক স্পট গুলি ছিল জমজমাট। হলদিয়া সানসেট ভিউ পয়েন্ট হলদিয়া বালুঘাটা বনদপ্তর বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছেন তার ফলে জায়গা অনেকটাই  সংকোচ। অবশিষ্ট জায়গায় প্রায় শতাধিক গ্রুপ নিয়ে পিকনিকে মেতে উঠলেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন । পরিবেশ বান্ধব অনেক পাখির কথা ভেবেই আগের থেকে এখন বন্ধ হয়েছে মাইক এবং ডিজে বক্স যদিও পুলিশ প্রশাসন এবং বনদপ্তরের কর্মীরা সজাগ  দৃষ্টি রেখেছেন যাতে কোন অঘটন না ঘটে এবং জোরে মাইক বা বক্স বাজালে পাখি এবং অন্যান্য প্রাণীদের খুবই অসুবিধা হয় সে কথা মাথায় রেখে নির্দিষ্ট সাউন্ড যাতে মাইক বক্স বাজানো হয় সেদিকেও নজরদারি করছেন বালুহাটা বনদপ্তরের আধিকারিকগণ।


No comments