প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অব দি অর্ডার অব দ্য নাইজেরিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অব দি অর্ডার অব দ্য নাইজেরিয়া (জিকন)’ দিচ্ছে নাইজেরিয়া। ব্রিটেনের প্…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অব দি অর্ডার অব দ্য নাইজেরিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অব দি অর্ডার অব দ্য নাইজেরিয়া (জিকন)’ দিচ্ছে নাইজেরিয়া। ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পর এই প্রথম কোনও বিদেশিকে জিকন সম্মান দিতে চলেছে আবুজা। ১৯৬৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথকে এই সম্মান দেওয়া হয়। এটি মোদির ১৭তম আন্তর্জাতিক খেতাব। তিন দেশের সফরে রবিবারই আবুজা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি মন্ত্রী নাইসোম ইজেনো ওয়াইকি। তাঁকে আবুজা শহরের সাম্মানিক চাবি ‘কি টু দ্য সিটি’ তুলে দেন মন্ত্রী ওয়াকি। নাইজেরিয়ার মানুষের আস্থা এবং সম্মানের প্রতীক এই চাবি।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনোমহন সিং প্রথমবার এই দেশে যান। তিনিই দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৭ বছরে সেই সম্পর্ক ছড়িয়ে পড়েছে বাণিজ্য, বিদ্যুৎ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রেও। এখন ২০০-র বেশি ভারতীয় সংস্থা নাইজেরিয়ায় বিনিয়োগ করেছে। পরিমাণ ২ হাজার ৭০০ কোটি ডলার। এরপর ১৭ বছর কেটে গিয়েছে। দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নাইজেরিয়ায় পা রাখলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি বলে এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। উত্তরে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ‘ধন্যবাদ তিনুবু।’ ১৭ থেকে ২১ নভেম্বর এই চারদিনের সফরে নাইজেরিয়া থেকে ব্রাজিল ও গুয়ানা যাবেন প্রধানমন্ত্রী।
No comments