Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রত্যেকটি অক্ষরে মধুমাখা নাম

প্রত্যেকটি অক্ষরে মধুমাখা নাম
ক= কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌররূপে আসেখ= খোল-করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে.গ= গিরিধারী গোবিন্দ ব্রজের জীবনঘ= ঘরে ঘরে সবে কর নাম সংকীর্তন.ঙ= শঙ্খের পরশে ধ্রুব জ্ঞান লভিলচ= চন্দন সুবাসে হরি আনন্দিত হল.ছ= …

 

প্রত্যেকটি অক্ষরে মধুমাখা নাম


ক= কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌররূপে আসে

খ= খোল-করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে

.

গ= গিরিধারী গোবিন্দ ব্রজের জীবন

ঘ= ঘরে ঘরে সবে কর নাম সংকীর্তন

.

ঙ= শঙ্খের পরশে ধ্রুব জ্ঞান লভিল

চ= চন্দন সুবাসে হরি আনন্দিত হল

.

ছ= ছয় গোঁসাই করে বৃন্দাবনে বাস

জ= জগতে প্রসিদ্ধ নামাচার্য হরিদাস

.

ঝ= ঝুলন বেদীতে রাধাকৃষ্ণ বিরাজিত

ঞ= গোঁসাঞি অদ্বৈত প্রভু জগৎ পূজিত

.

ট= টিয়াপাখি বৃন্দাদেবীর অতি অনুগত

ঠা= ঠাকুর মশাই আছেন যজ্ঞেতে রত

.

ড= ডাকাতের পিঠে চড়ে ছোট্ট নিমাই

ঢ= ঢাক বাজিয়ে দুর্গা মাকে আহবান জানাই

.

ণ= বেণুধারী বাজায় বেণু নাচে বৃন্দাবন

ত= তুলসী মঞ্জুরি কর কৃষ্ণে সমর্পণ

.

থ= থৈ থৈ জলে কৃষ্ণের জমুনা বিহার

দ= দুষ্ট কংসেরে কৃষ্ণ করেন সংহার

.

ধ= ধেনু চরায় বৃন্দাবনে কানাই বলাই

ন= নদীয়ায় বিলায় নাম নিমাই নিতাই

.

প= পাদসেবন নববিধা ভক্তির এক অঙ্গ

ফ= ফাল্গুনে আবির্ভূত হলেন শ্রী গৌরাঙ্গ

.

ব= বিষপানে নীলকণ্ঠ হল মহাদেব

ভ= ভক্ত হরিদাসের প্রিয় শ্রীচৈতন্যদেব

.

ম= ময়ূরপুচ্ছ করে কৃষ্ণের মস্তক শোভন

য= যমুনায় কৃষ্ণ করেন কালীয় দমন

.

র= রাধাঠাকুরাণী হন বৃন্দাবনেশ্বরী

ল= লক্ষ্মীদেবী হন সর্ব ধনের অধীশ্বরী

.

শ= শুকমুখে ভাগবত শোনেন পরীক্ষিৎ

ষ= ষড়ভূজ রূপে গৌর হল প্রকাশিত

.

স= সর্বজনাশ্রয় কৃষ্ণ জগতের প্রাণ

হ= হরেকৃষ্ণ আন্দোলনে কর যোগদান

.

ড়= গরুড়ের পিঠে চড়ে লক্ষ্মী নারায়ণ

ঢ়= আষাঢ়ে জগন্নাথ করেন রথে আরোহন

.

য়= হায়! হায়! বদ্ধজীব কত পাপ করে

ৎ= মৎস্যরূপে কৃষ্ণ এলেন জগৎ উদ্ধারে

.

ং= হংস বাহন ব্রহ্মা করেন সৃজন

ঃ= দুঃখ মোচন করেন শ্রীমধুসূদন

ঁ= গৌরাচাঁদ প্রচারিলেন নাম সংকীর্তন।।


                  এসো দুটি ভাই গৌর নিতাই

                    দ্বিজমনি দ্বিজ রাজ হে

আমি পূজিব চরণ এই আকিঞ্চন

                      রাখিব হৃদয় মাঝে হে

জয় শ্রী রাধে ।জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে।

No comments