Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া-বারাউনি পাইপ লাইন ফেটে অপরিশোধিত তেল মিশে গেল খালের জলে

হলদিয়া-বারাউনি পাইপ লাইন ফেটে অপরিশোধিত তেল মিশে গেল খালের জলে 
 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পারাদ্বীপ- হলদিয়া-বারাউনি পাইপ লাইন ফেটে অপরিশোধিত তেল মিশে গেল খালের জলে । বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার এইচ পি এল লিংক রোড সংলগ্ন কসবেড…

 


হলদিয়া-বারাউনি পাইপ লাইন ফেটে অপরিশোধিত তেল মিশে গেল খালের জলে 


 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পারাদ্বীপ- হলদিয়া-বারাউনি পাইপ লাইন ফেটে অপরিশোধিত তেল মিশে গেল খালের জলে । বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার এইচ পি এল লিংক রোড সংলগ্ন কসবেড়িয়ার ঘটনা । কয়েক মাস আগে হলদিয়ার চিরঞ্জিবপুরে ইমামি ভোজ্য তেল কারখানার পাইপলাইন ফেটে গিয়ে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছিল স্থানীয় চিরঞ্জীবপুর এলাকায় । তারপর আইওসি পাইপলাইন ডিভিশনে এমন দুর্ঘটনা ঘটলো । চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খালের জলে মিশে যাওয়া তেল সংগ্রহে ভিড় করেন স্থানীয় মানুষ । তবে দমকল বাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । মানুষদের বুঝিয়ে তেল সংগ্রহ করতে নিষেধ করা হয় । পাশাপাশি ফেটে যাওয়া অংশ মেরামতির কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররা । তবে এ বিষয়ে মুখ খুলতে চাননি আইওসি পাইপ লাইন ডিভিশনের পদস্থ কর্তারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে ।

No comments