২৯ নভেম্বর লায়ন ফাউন্ডেশন প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার (পিএসটি) ট্রেনিং অনুষ্ঠিত হবে!সৈয়দ খায়রুল আলম, লায়ন ফাউন্ডেশন আগামী ২৯ নভেম্বর, ২০২৪, শুক্রবার বিকাল চারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএসটি ট্রেনিং আয়োজন করতে যাচ…
২৯ নভেম্বর লায়ন ফাউন্ডেশন প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার (পিএসটি) ট্রেনিং অনুষ্ঠিত হবে!
সৈয়দ খায়রুল আলম, লায়ন ফাউন্ডেশন আগামী ২৯ নভেম্বর, ২০২৪, শুক্রবার বিকাল চারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএসটি ট্রেনিং আয়োজন করতে যাচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন অডিটোরিয়াম রাজধানী ঢাকার আগাঁরগায়।
পিএসটি ট্রেনিং (President, Secretary, and Treasurer Training) একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, যেখানে লায়ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী এবং ট্রেজারারদের জন্য প্রয়োজনীয় দক্ষতা, সংগঠন পরিচালনার কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি এবং অন্যান্য কার্যকরী উপকরণ শেখানো হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা ক্লাবের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবেন, যা ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
প্রশিক্ষণের স্থান: বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন অডিটোরিয়াম, আগাঁরগা,তারিখ: ২৯ নভেম্বর, ২০২৪, শুক্রবার,সময়: বিকাল: ৪.০০ টা থেকে।
ট্রেনিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারারের দায়িত্ব পালনে প্রয়োজনীয় পরামর্শ এবং কৌশল শিখবেন, যা তাদের ক্লাব পরিচালনায় সহায়তা করবে। তারা তাদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ক্লাবের সদস্যবৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় আরও সফল হতে সক্ষম হবেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের লায়ন সদস্যরা অংশগ্রহণ করবেন, এবং এটি তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি চমৎকার সুযোগ হয়ে দাঁড়াবে। একই সাথে, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এবং সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সৃষ্টি হবে।
সকল ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারারদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩- এর পিএসটি ট্রেনিং- এর প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার রেজিষ্ট্রেশন ইতোমধ্যেই করা হয়েছে।
আমন্ত্রণের পক্ষে:লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন আমির হোসেন লিটন,সদস্য ২৬৭৭০৮৪০,ঢাকা, লায়ন খান আক্তারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন,সৈয়দ খায়রুল আলম, সাবেক পরিচালক,লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
No comments