আচার্য জগদীশচন্দ্র বসু - দিলীপ কুমার পাত্র ত্রিশে নভেম্বর আচার্যের জন্ম বঙ্গদেশে বিলেত থেকে ডি.এস.সি. নিয়ে ফিরলে অবশেষে ।পদার্থবিদ্যায় অধ্যাপনা চলে প্রেসিডেন্সিতে বিদ্যু…
আচার্য জগদীশচন্দ্র বসু - দিলীপ কুমার পাত্র
ত্রিশে নভেম্বর আচার্যের
জন্ম বঙ্গদেশে
বিলেত থেকে ডি.এস.সি. নিয়ে
ফিরলে অবশেষে ।
পদার্থবিদ্যায় অধ্যাপনা
চলে প্রেসিডেন্সিতে
বিদ্যুৎ আলোক তরঙ্গ গতি
বললে বিশ্ববাসীকে।
বিশ্বকবির বন্ধু হলে
আচার্যদেব খ্যাতি
নিবেদিতার উৎসাহ প্রেরণা
আনলো প্রাণে জ্যোতি।
বহু বিজ্ঞানীর আবির্ভাবেও
তোমায় মনে পড়ে
গাছেদেরও আছে প্রাণ
লেখা স্বর্ণাক্ষরে।
বসু বিজ্ঞান মন্দির গড়ে
বিজ্ঞান সাধনায় সাড়া
তোমার কৃতিত্বে দেশবাসী
আনন্দে আত্মহারা।
লহ প্রণাম
ReplyDelete