Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মজদুর সংঘয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে বিশেষ আলোচনা সভা

মজদুর সংঘয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে বিশেষ আলোচনা সভাদক্ষিণ পূর্ব রেলওয়ে মজদুর সংঘ শ্রমিক সংগঠনের সিক্রেট ব্যালট নির্বাচন উপলক্ষে গার্ডেনরিচ সদর কার্যালয় এ বিশেষ আলোচনা সভা। আজকে ২৯ শে নভেম্বর শুক্রবার দক্ষিণ পূর্ব র…

 


মজদুর সংঘয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে বিশেষ আলোচনা সভা

দক্ষিণ পূর্ব রেলওয়ে মজদুর সংঘ শ্রমিক সংগঠনের সিক্রেট ব্যালট নির্বাচন উপলক্ষে গার্ডেনরিচ সদর কার্যালয় এ বিশেষ আলোচনা সভা। আজকে ২৯ শে নভেম্বর শুক্রবার দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর কার্যালয় এ ডি পি আর এম এস সনাতনী ভাবধারা রেলওয়ে কর্মচারী সংগঠনের গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখছেন ভারতীয় রেলওয়ে মজদুর সংঘ সভাপতি পবন কুমার । উপস্থিত ছিলেন প্রহ্লাদ সিং, বলবন্ত সিং, একাধিক সামাজিক ফোরাম ও সংগঠনের কর্মকর্তাগন। বিভিন্ন প্রান্তের বিভাগীয় রেলওয়ে কর্মচারী মিছিল সহকারে যোগদান করেন। ২০০ অধিক সংখ্যক রেলওয়ে কর্মচারী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে দুটো মান্যতা প্রাপ্ত সংগঠনের সাধারণ রেলওয়ে কর্মচারীদের কল্যাণে কি করেছেন প্রশ্ন তুলেছেন। আইনের আওতায় পদের লড়াই করে চলছেন। একবার পরিবর্তন হোক এই কামনা ব্যক্ত করেন।

No comments